পাকিস্তানে বাস থেকে নামিয়ে ১৪ যাত্রীকে হত্যা
১৮ এপ্রিল ২০১৯বিভিন্ন গণমাধ্যমের কার্যালয়ে বিবৃতি পাঠিয়ে এই হামলার দায় স্বীকার করেছে ‘বালুচ রাজি আজোই সানগার' নামে একটি উগ্রপন্থি গোষ্ঠী৷
বালুচিস্তানের স্বরাষ্ট্র সচিব হায়দার আলি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, উগ্রপন্থীদের প্রায় ২০ জনের একটি দল বালুচিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মাক্রান কোস্টাল হাইওয়ে এলাকায় কয়েকটি যানবাহন থামিয়ে এ হত্যাকাণ্ড চালায়৷
পাকিস্তানের একজন সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, দুর্বৃত্তরা পরিচয়পত্রের মাধ্যমে প্রথমে গাড়িতে থাকা যাত্রীদেরকে চিহ্নিত করে গাড়ি থেকে নামিয়ে আনে৷ এরপর তাঁদের হত্যা করা হয়৷
করাচি ও গ্বাদরের মধ্যবর্তী ওরমারা এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওই ১৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে বালুচ কর্তৃপক্ষ৷
নিজেদের বার্তায় হামলাকারী গোষ্ঠী দাবি করেছে, নিহতদের সবাই পাকিস্তান নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্য৷ পরিচয় জানার পরই তাঁদেরকে হত্যা করা হয়েছে৷
পাকিস্তান নৌবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, নৌবাহিনীর কয়েকজন নাবিক ও কর্মকর্তা নিহতদের মধ্যে রয়েছেন৷ একজন কোস্টগার্ড সদস্যও রয়েছেন তাঁদের মাঝে৷
নিহতদের সবার পরিচয় নিশ্চিত করতে না পারলেও তাঁরা সবাই পাকিস্তানি নাগরিক বলে এএফপিকে নিশ্চিত করেছেন বালুচিস্তানের স্বরাষ্ট্র সচিব আলি৷
এদিকে, হামলার ঘটনায় নিন্দা জানিয়ে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান৷
স্বধীনতার দাবিতে দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চালিয়ে আসছে বালুচিস্তানভিত্তিক কয়েকটি উগ্রপন্থী সংগঠন৷ তাদের দাবি, বহিরাগতরা বালুচিস্তানের সম্পদ লুটে নিচ্ছে ও তাদের শোষণ করছে৷
আরআর/এমবি (রয়টার্স, এএফপি)