1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানে তিনটি হামলা

২১ জুলাই ২০১২

পাকিস্তানে শনিবার পৃথক তিনটি স্থানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে৷ এতে অন্তত ২৫ জন নিহত হয়েছে৷ আহত হয়েছে আরো ৩৩ জন৷ সন্ত্রাসীর হামলার শিকার হয়েছেন নিরাপত্তা কর্মী এবং বেসামরিক মানুষ৷ তবে এসব হামলার দায়িত্ব কেও স্বীকার করেনি৷

https://p.dw.com/p/15cnk
epa03304249 Pakistani security officials inspect the scene of an attack on Police in Lahore, Pakistan, 12 July 2012. At least nine trainee policemen were killed and eight injured 12 July when unknown gunmen on motorbikes stormed a hostel in eastern Pakistan, a police official said. The attackers fired indiscriminately on the trainees while they were sleeping in Lahore, the provincial capital of the eastern province of Punjab, said Habib Urrehman, the head of the Punjab police. EPA/RAHAT DAR +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে একটি বাড়িতে হামলা চালায় এক আত্মঘাতী হামলাকারী৷ স্থানীয় প্রশাসন এবং গোয়েন্দা সূত্রের খবরে বলা হয়েছে, ওরাকজাই উপজাতীয় অঞ্চলের স্পেনখারি গ্রামে আত্মঘাতী হামলায় অন্তত ১০ জন নিহত এবং আরো ২৫ জন আহত হয়েছে৷ নিহতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে৷ তবে এক সরকারি কর্মকর্তা সন্দেহ প্রকাশ করে বলেছেন, সেটি আসলে আত্মঘাতী হামলা নাকি সেখানে বোমা তৈরি করতে গিয়ে দুর্ঘটনাবশত বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়৷

অবশ্য স্থানীয় এধি অ্যাম্বুলেন্স সার্ভিস এর কর্মকর্তা মুজাহিদ খান জানিয়েছেন, এই আত্মঘাতী হামলার মূল লক্ষ্য ছিলেন তালেবান বিরোধী স্থানীয় ধর্মীয় নেতা মৌলভি নুর নবি৷ তবে মৌলভি নবি নিজে অক্ষত আছেন বলে তিনি এক বিবৃতি দিয়েছেন৷ স্থানীয় পুলিশ কর্মকর্তা আমজাদ খান জানিয়েছেন, গায়ে বোমা বহনকারী এক হামলাকারী নবির বাড়িতে ঢোকার চেষ্টা করলে নিরপত্তা প্রহরীর বাধার মুখে নিজেকে উড়িয়ে দেয়৷

জানা গেছে, পাকিস্তানের ঐ অঞ্চলে স্থানীয় জঙ্গি গোষ্ঠীগুলো বহুভাগে বিভক্ত এবং প্রায়শই একে অপরের উপর হামলা চালায়৷ শনিবার নবির বাড়িতে হামলার কিছু আগে উত্তর পশ্চিমাঞ্চলের খায়বার পাখতুনখা প্রদেশের আপার দিরে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণ ঘটে৷ বোমাটি যাত্রীবাহী একটি বাসে আঘাত করলে তিন জন যাত্রী নিহত হয়৷ আহত হয়েছে আরো সাত জন৷

এদিকে, পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বালুচিস্তান প্রদেশে একটি নিরাপত্তা চৌকিতে হামলায় অন্তত সাত জন সেনা সদস্য নিহত হয়েছে৷ স্থানীয় প্রশাসনিক প্রধান সোহাইলুর রেহমান বলেন, ‘‘সশস্ত্র সন্ত্রাসীরা গদর শহরের কাছে পাশুকান নিরাপত্তা চৌকিতে হামলা চালায়৷ এতে আহত হয়েছে আরো তিন জন৷'' অপর কর্মকর্তা রেহমাত দোশতি জানিয়েছেন, হামলাকারীরা সংখ্যায় দশ-বারো জন ছিল এবং তারা সৈন্যদের গুলি করে মারার পর দ্রুত মটরসাইকেলে করে পালিয়ে যায়৷

অন্যদিকে, করাচি শহরে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে পোলিও টিকা খাওয়ানোর কর্মসূচির সাথে জড়িত এক স্বাস্থ্য কর্মী মারা গেছে বলে জানিয়েছে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও৷ সংস্থাটি আরো জানিয়েছে, মোহাম্মাদ ইসহাক নামের ঐ স্বাস্থ্য কর্মী শুক্রবার বিকেলে নিহত হন৷ উল্লেখ্য, এর দু'দিন আগে পোলিও টিকা খাওয়ানোর কাজে নিয়োজিত এক বিদেশি চিকিৎসক এবং তাঁর গাড়ির চালক বন্দুকধারীর গুলিতে আহত হন৷

এএইচ / এআই (ডিপিএ, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য