পাকিস্তানে তিন দিনের শোক পালন শুরু
১৭ ডিসেম্বর ২০১৪পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় ১৩২ জন স্কুল শিক্ষার্থী সহ ১৪১ জন নিহত হয়৷ এর পর প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ তিন দিনের শোক ঘোষণা করেন৷ বুধবার তার প্রথম দিন৷ এদিন নিহতদের স্মরণে পাকিস্তানে অনেক স্কুল বন্ধ ঘোষণা করা হয়৷ এছাড়া যে রাজ্যে ঘটনা ঘটেছে সেই খাইবার-পাখতুনখোয়া রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও অফিস, দোকানপাট বন্ধ রয়েছে৷
এদিকে নিহত কয়েকজনের জানাজা মঙ্গলবারই সম্পন্ন হয়েছে৷ বাকিদের বুধবার হবে৷
প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সন্ত্রাসী মামলার ক্ষেত্রে মৃত্যুদণ্ডের উপর থাকা সাময়িক মুলতবি স্থগিত করা হবে৷ অর্থাৎ এই মামলার রায়ে যাদের মৃত্যুদণ্ড দেয়া হবে এখন থেকে সেটা কার্যকর করবে পাকিস্তান৷ সংবিধানে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি থাকলেও এবং বিচারকরা এখনও মৃত্যুদণ্ডের রায় দিলেও ২০০৮ সাল থেকে মৃত্যুদণ্ড কার্যকর করছে না পাকিস্তান৷ তখন থেকে মাত্র একজনের মৃত্যুদণ্ড কার্যকর করে দেশটি৷
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে পেশাওয়ারের ঘটনায় নিহতদের স্মরণে ভারতে স্কুলগুলোতে দুই মিনিটের নীরবতা পালন করা হয়৷
পেশাওয়ারের ঘটনা সারা বিশ্বকেই শোকাচ্ছন্ন করেছে৷
ভারতের অর্থনীতি বিষয়ক পত্রিকা ‘ইকোনমিক টাইমস' এ পেশাওয়ারের ঘটনা৷
হামলায় আক্রান্ত স্কুলটির নবম শ্রেণির শুধুমাত্র এই ছাত্রটিই বেঁচে আছে৷
হামলার সময় জঙ্গিরা নিজের শিক্ষার্থীদের সামনে ছবির এই শিক্ষিকাকে পুড়িয়ে মেরেছে৷
বেঁচে যাওয়া শিক্ষার্থীদের অভিজ্ঞতা নিয়ে প্রতিবেদন৷
সন্তান হারানো বাবা-মায়ের কষ্ট বোঝার চেষ্টা৷
জেডএইচ/ডিজি (এএফপি)