পশ্চিমবঙ্গের দুই মন্ত্রী ও এক কাউন্সিলারের বাড়িতে এবার ইডি তল্লাশি
শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে এই তল্লাশি। পুরসভার নিয়োগ দুর্নীতি মামলার সূত্র ধরে এই তল্লাশি চলছে।
সুজিত বসুর বাড়িতে
সুজিত বসুর বাড়িতে সকাল সাতটা নাগাদ ইডি কর্মকর্তারা কেন্দ্রীয় বাহিনীর প্রচুর সশস্ত্র জওয়ানকে সঙ্গে নিয়ে যান। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মন্ত্রীর বাড়ি কার্যত ঘিরে ফেলেন। তারপর থেকে তার বাড়িতে তল্লাশি চলছে। দুপুরেও তল্লাশি চালাচ্ছেন ইডির কর্মকর্তারা।
সন্দেশখালি থেকে শিক্ষা নিয়ে
সন্দেশখালিতে তৃণমূলের নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি করতে গিয়ে আক্রান্ত হন ইডি কর্মকর্তারা। শ্রীভূমিতে সুজিতের বাড়ির সামনের রাস্তায় টহল দিচ্ছেন নিরাপত্তাকর্মীরা। জটলা হলেই তারা সরিয়ে দিচ্ছেন। মাঝেমধ্যে রুট মার্চ করছেন। বন্দুক, লাঠি ছাড়াও তাদের কাছে কাঁদানে গ্য়াসের সেল আছে। বোঝা যাচ্ছে, তারা সবদিক চিন্তা করে উপযুক্ত পরিকল্পনা করে এসেছেন।
জানানো হয়েছে পুলিশকেও
সন্দেশখালির ক্ষেত্রে অভিযোগ উঠেছিল, পুলিশকে না জানিয়ে কেন সেখানে গিয়েছিল ইডি। এবার তারা পুলিশকে জানিয়েই গিয়েছে। সুজিতের বাড়ির কাছে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের একটি গাড়িও দাঁড়িয়ে আছে তার বাড়ির কাছে।
কী অভিযোগ?
সুজিত বসুর বিরুদ্ধে অভিযোগ, তিনি পুরসভার নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত। এই নিয়ে তদন্ত করতে গিয়ে কিছু নথি পেয়েছে ইডি। সেই সূত্র ধরেই মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। ২০১৬ সালে দক্ষিণ দমদম পুরসভার প্রধান ছিলেন সুজিত বসু। তখনই দুর্নীতি হয়েছিল বলে মনে করছে ইডি-র তদন্তকারীরা।
প্রভাবশালী সুজিত
মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভায় মন্ত্রীদের মধ্যে সুজিত বসুকে যথেষ্ট প্রভাবশালী বলে মনে করা হয়। দমকলমন্ত্রী সুজিত এর আগে অভিযোগ করেছিলেন, তার সাবেক আপ্তসহায়ক নিতাই দত্তকে তার বিরুদ্ধে অভিযোগ করার জন্য চাপ দেয়া হচ্ছে।
হাইকোর্টের নির্দেশে তদন্ত
গত মার্চে অয়ন শীলকে জেরা করতে গিয়ে এই কেলেঙ্কারির কথা জানতেপারে ইডি। বিভিন্ন পুরসভায় নিয়োগের বিনিময়ে দুইশ কোটি টাকা তোলার বিষয়টি নিয়ে তোলপাড় হয়। তখন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এই তদন্ত শুরু হয়। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছিল। কিন্তু তা খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত।
শ্রীভূমির পুজো থেকে মার্তিনেজ, রোনাল্ডিনহো
শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো হলো সুজিত বসুর পুজো। প্রতিবছর এই পুজো দেখতে লাখ লাখ মানুষ জড়ো হন। কোনোবার সেখানে লেজারের চমকপ্রদ শো থাকে, কোনোবার উঠে আসে ডিজনিল্যান্ড। ভিআইপি রোড ধরে উল্টোডাঙ্গা থেকে বিমানবন্দর যাওয়ার পথে বাঁদিকে শ্রীভূমির সামনে রয়েছে বিগ বেনের অনুকরণে স্তম্ভ। সেটাও সুজিত বসুর উদ্যোগেই হয়েছে। মার্তিনেজ, রোনাল্ডিনহোরা যখন কলকাতায় এনেছিলেন তখনও তাদের পাশে দেখা গিয়েছিল সুজিতকে।
তাপস রায়ের বাড়িতে
সুজিত বসুর পাশাপাশি রাজ্যের আরেক মন্ত্রী তাপস রায়ের বাড়িতেও তল্লাশি করছে ইডি। বৌবাজারে তাপস রায়ের বাড়ি ও নিজের অফিস পাশাপাশি। দীর্ঘদিন ধরে কংগ্রেস ও তৃণমূল করছেন তাপস। ইডি সূত্রে জানা গেছে, তাপস রায়ের নির্বাচনকেন্দ্র বরাহনগরে পুরসভাতেও নিয়োগ দুর্নীতির অভিযোগ আছে। তা নিয়ে তদন্ত করার সূত্রেই তারা তাপস রায়ের বাড়িতে তল্লাশি করছেন।
তাপস রায়ের পরিচিতি
তাপস রায় সোজাসাপ্টা কথা বলেন। অনেক সময় তার কথার সূত্রে দলের মধ্যেই বিতর্ক হয়। বৌবাজারের বাসিন্দা তাপস রায়ের নামে এতদিন পর্যন্ত দুর্নীতির কোনো অভিয়োগ ওঠেনি।
আরো তল্লাশি
সুজিত বসু, তাপস রায় ছাড়াও উত্তর দমদম পুরসভার কউন্সিলার সুবোধ চক্রবর্তীর বাড়িতেও ইডি-র তল্লাশি চলছে। সুবোধ তৃণমূলের কাউন্সিলার। তার বিরুদ্ধেও পুরসভার নিয়োগ দুর্নীতি কেলেঙ্কারির সূত্রেই তদন্ত হচ্ছে।