পর্দায় বেপর্দা নারী, ইরানে ফুটবল ম্যাচ প্রদর্শন বন্ধ
১৮ ফেব্রুয়ারি ২০১৯৩৯ বছরের জার্মানির বুন্ডেসলিগা রেফারিদের অন্যতম৷ শুধু তাই নয়, জার্মানিতে পুরুষদের পেশাদারি ফুটবল ম্যাচে তিনিই প্রথম নারী রেফারি৷ ২০১৭ সালে বুন্ডেসলিগায় রেফারি হিসেবে অভিষেক হওয়া স্টাইনহাউস ২০১৮ সালে জার্মানির অন্যতম সেরা রেফারি হয়ে ওঠেন৷
শুক্রবার আউগসবুর্গ ও বায়ার্ন মিউনিখের ম্যাচে রেফারি ছিলেন তিনি৷ কিন্তু তাঁর পরনের পোশাককে ঘিরে ইরানে বন্ধ করে দেওয়া হয় ম্যাচটির প্রদর্শন৷ রেফারির পোশাক পরে বিবিয়ানাকে দেখা যাওয়ায় ইরানের সরকারি প্রচারমাধ্যম আইআরআইবি ম্যাচটির প্রচার বন্ধ করে দেয়৷
জার্মান সংবাদসংস্থা এআরডি'র ইরান সংবাদদাতা নাতালি আমিরি এই বিষয়ে টুইটারে সরব হন৷
বারবার বিবিয়ানা
বিবিয়ানার রেফারি হওয়া ও ইরানে বুন্ডেসলিগা ম্যাচ প্রদর্শন বন্ধ নতুন বিষয় নয়৷ এর আগে গত মে মাসেও আরেকটি ম্যাচে বিবিয়ানা রেফারি হিসেবে নিযুক্ত ছিলেন৷ তখনও রেফারির বদলে দর্শকদের অপ্রয়োজনীয় শট দেখানো হয়েছিল, যেন পর্দায় বিবিয়ানাকে দেখা এড়ানো যায়৷
উল্লেখ্য, ইরানে ইসলামি নিয়মকানুনের প্রভাবের কারণে পর্দায় ‘কম পোশাক' পরা নারী দেখানোয় সমস্যা রয়েছে৷ ফলে, কোনো ছবি বা টেলিভিশন অনুষ্ঠান থেকে প্রায়ই সেই সব দৃশ্য কেটে বাদ দেওয়া হয়৷ কিন্তু ফুটবলের ক্ষেত্রে এই পন্থা কার্যকরি নয়, কারণ রেফারিকে না দেখিয়ে খেলা দেখানো অসম্ভব৷ ফলে পুরো ম্যাচটিই বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়৷
টিমোথি জোন্স/এসএস