পরিবেশ সাংবাদিকতা
৫ মার্চ ২০১২জলবায়ু পরিবর্তনের অন্যতম শিকার বাংলাদেশ৷ এই নিয়ে এদেশের সংবাদ মাধ্যমগুলো গত কয়েক বছর ধরে নিয়মিতভাবে তথ্যবহুল ও গবেষণাধর্মী প্রতিবেদন প্রকাশ করে আসছে৷ পরিবেশ সাংবাদিকতার ব্যাপ্তি এখন বাংলাদেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও ছড়িয়ে পড়ছে৷ আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ সরকার ছাড়াও পরিবেশ সাংবাদিকরাও প্রতিনিধিত্ব করছেন৷ সেই কাজকে আরও এগিয়ে নিতে সম্প্রতি পরিবেশ সাংবাদিকরা গঠন করেছেন নতুন সংগঠন৷ ক্লাইমেট কম্যুনিকেটরস ফোরাম অব বাংলাদেশ বা সিসিএফবি নামে নবগঠিত এই সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে পরিবেশ নিয়ে লেখালেখি করেন৷ নতুন সংগঠন সম্পর্কে তিনি বললেন, ‘‘আমরা যারা পরিবেশ নিয়ে লেখালেখি করি সেসব সমমনা সাংবাদিকরা এক হলাম আরকি৷ আমাদের উপদেষ্টা হিসেবে রয়েছে নিউ নেশন পত্রিকার সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, যিনি বাংলাদেশে নামকরা পরিবেশ সাংবাদিক হিসেবে পরিচিত৷ তার নেতৃত্বে আমরা বিষয়টিকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই৷'' সাইফুল ইসলাম আরও জানান, সাংবাদিকতার বাইরে আরও অনেক পেশার মানুষ রয়েছেন যারা পরিবেশ নিয়ে লেখালেখি করছেন, পত্রিকা এবং ইন্টারনেটে তাদের মতামত তুলে ধরছেন৷ পরিবেশ সচেতন এসব পেশাজীবীর জন্যও নতুন সংগঠনের দ্বার উন্মুক্ত থাকবে৷
নবগঠিত পরিবেশ সংগঠন সিসিএফবি জনগণের মাঝে জলবায়ু পরিবর্তনের নানা দিক স্পষ্টভাবে তুলে ধরতে চায়৷ বিশেষ করে উপকূলের মানুষকে এই ব্যাপারে বেশি সচেতন করে তোলা লক্ষ্য, জানালেন সাধারণ সম্পাদক ইমরান আনসারী৷ তিনি জানান, সাধারণ মানুষের পাশাপাশি পরিবেশ নিয়ে যেসব সাংবাদিক কাজ করেন তাদেরকে আরও প্রশিক্ষিত করে তুলতে তারা কাজ করবেন৷ এজন্য দেশী বিদেশী তথ্যচিত্র নির্মান ও প্রদর্শনীর পরিকল্পনা তাঁদের রয়েছে৷ এর বাইরে বিদেশের অনেক সাংবাদিক বাংলাদেশে এসে কাজ করেন৷ তারা যাতে সঠিক তথ্যটি পায় সেজন্য কাজ করবে সিসিএফবির সদস্যরা৷ ইমরান আনসারী আরও জানান, সিসিএফবির সদস্যদের অনেকেই বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিয়েছেন৷ সেখান থেকে উদ্বুদ্ধ হয়েই তারা নতুন সংগঠন গড়ে তুলেছেন৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়