1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরিবেশ সাংবাদিকতা

৫ মার্চ ২০১২

বাংলাদেশে পরিবেশ নিয়ে সাংবাদিকতার পরিধি দিন দিন বাড়ছে৷ দেশের ভেতরে ও বাইরে এখন পরিবেশ সাংবাদিকরা তাদের কন্ঠ জোরালো করে তুলছেন৷ গঠিত হচ্ছে নতুন সংগঠন৷ তেমন একটি নতুন সংগঠন সিসিএফবি৷

https://p.dw.com/p/14Enb
Bildbeschreibung: Windpark auf Deiche in Bangladesch Bildtext: Windenergiegewinnung auf der Insel Kutubdia im Südosten Bangladeschs. Der Bestand des 2001 mit japanischen Entwicklungshilfegeldern errichteten Windparks ist durch erodierende Deiche gefährdert. Foto: Gerhard Klas für DW Eingestellt November 2010
উপকূল এলাকাতে বায়ু চালিত বিদ্যুৎ উৎপাদনছবি: DW

জলবায়ু পরিবর্তনের অন্যতম শিকার বাংলাদেশ৷ এই নিয়ে এদেশের সংবাদ মাধ্যমগুলো গত কয়েক বছর ধরে নিয়মিতভাবে তথ্যবহুল ও গবেষণাধর্মী প্রতিবেদন প্রকাশ করে আসছে৷ পরিবেশ সাংবাদিকতার ব্যাপ্তি এখন বাংলাদেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও ছড়িয়ে পড়ছে৷ আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ সরকার ছাড়াও পরিবেশ সাংবাদিকরাও প্রতিনিধিত্ব করছেন৷ সেই কাজকে আরও এগিয়ে নিতে সম্প্রতি পরিবেশ সাংবাদিকরা গঠন করেছেন নতুন সংগঠন৷ ক্লাইমেট কম্যুনিকেটরস ফোরাম অব বাংলাদেশ বা সিসিএফবি নামে নবগঠিত এই সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে পরিবেশ নিয়ে লেখালেখি করেন৷ নতুন সংগঠন সম্পর্কে তিনি বললেন, ‘‘আমরা যারা পরিবেশ নিয়ে লেখালেখি করি সেসব সমমনা সাংবাদিকরা এক হলাম আরকি৷ আমাদের উপদেষ্টা হিসেবে রয়েছে নিউ নেশন পত্রিকার সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, যিনি বাংলাদেশে নামকরা পরিবেশ সাংবাদিক হিসেবে পরিচিত৷ তার নেতৃত্বে আমরা বিষয়টিকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই৷'' সাইফুল ইসলাম আরও জানান, সাংবাদিকতার বাইরে আরও অনেক পেশার মানুষ রয়েছেন যারা পরিবেশ নিয়ে লেখালেখি করছেন, পত্রিকা এবং ইন্টারনেটে তাদের মতামত তুলে ধরছেন৷ পরিবেশ সচেতন এসব পেশাজীবীর জন্যও নতুন সংগঠনের দ্বার উন্মুক্ত থাকবে৷

Bangladeschs Flüsse sind hochgradig verschmutzt. Überall in dem riesigen Flussdelta strömen Abwässer in die Flüsse. Auch Tonnen von Müll landen hier jeden Tag. Außerdem werden Flüsse zugeschüttet, um Bauland zu gewinnen. Fische gibt es kaum noch. Nun droht auch das Trinkwassersystem zu kollabieren. Foto: Tom Felix Joehnk, Undatierte Aufnahme, Eingestellt 26.08.2009, Freigabe durch den Fotografen
নদীর দখল রুখতে সাংবাদিকরা লিখে যাচ্ছেনছবি: Tom Felix Joehnk

নবগঠিত পরিবেশ সংগঠন সিসিএফবি জনগণের মাঝে জলবায়ু পরিবর্তনের নানা দিক স্পষ্টভাবে তুলে ধরতে চায়৷ বিশেষ করে উপকূলের মানুষকে এই ব্যাপারে বেশি সচেতন করে তোলা লক্ষ্য, জানালেন সাধারণ সম্পাদক ইমরান আনসারী৷ তিনি জানান, সাধারণ মানুষের পাশাপাশি পরিবেশ নিয়ে যেসব সাংবাদিক কাজ করেন তাদেরকে আরও প্রশিক্ষিত করে তুলতে তারা কাজ করবেন৷ এজন্য দেশী বিদেশী তথ্যচিত্র নির্মান ও প্রদর্শনীর পরিকল্পনা তাঁদের রয়েছে৷ এর বাইরে বিদেশের অনেক সাংবাদিক বাংলাদেশে এসে কাজ করেন৷ তারা যাতে সঠিক তথ্যটি পায় সেজন্য কাজ করবে সিসিএফবির সদস্যরা৷ ইমরান আনসারী আরও জানান, সিসিএফবির সদস্যদের অনেকেই বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিয়েছেন৷ সেখান থেকে উদ্বুদ্ধ হয়েই তারা নতুন সংগঠন গড়ে তুলেছেন৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য