সংগীত শিল্পী
৯ আগস্ট ২০১২বহুমুখী প্রতিভার অধিকারী ব্রিটিশ সংগীত তারকা মার্ক নফলার একাধারে গীতিকার, সুরকার, প্রযোজক, বাদক ও গায়ক৷ সত্তর দশকের শেষার্ধে তাঁর গোষ্ঠীর নামেই প্রথম অ্যালবাম ‘ডায়ার স্ট্রেটস' তাঁকে এনে দেয় আন্তর্জাতিক খ্যাতি৷
মার্ক ফ্রয়ডার নফলার'এর জন্ম ১৯৪৯ সালে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে৷ সাত বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে তিনি চলে আসেন ইংল্যন্ডের নিউ কাসেল'এ৷ ছোট বেলা থেকেই সংগীতের প্রতি তাঁর ছিল গভীর অনুরাগ৷ খুব অল্প বয়সেই হার্মোনিকা ও গিটারে তাঁর হাতেখড়ি৷ স্কুল কলেজে শিক্ষার পাশাপাশি বেশ ক'টি স্থানীয় অপেশাদার সংগীত গোষ্ঠীর সাথে জড়িত ছিলেন তিনি৷ ১৯৭৩ সালে লিডস বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি লাভ করেন এবং কিছুকাল পর তিনি চলে আসেন লন্ডনে৷ ১৯৭৭ সালে মার্ক গঠন করেন রক সংগীত গোষ্ঠী ‘ডায়ার স্ট্রেটস'৷ ১৯৭৮ সালে বের হয় তাঁদের প্রথম অ্যালবাম আর সেই থেকেই সংগীত জগতে শুরু হয় তাঁর সাফল্যর অগ্রযাত্রা৷ ১৯৮৫ সালে ‘ডায়ার স্ট্রেটস'-কে নিয়ে নিজের পঞ্চম অ্যালবাম ‘ব্রাদার্স ইন আর্মস' তাঁকে এনে দেয় বাঁধভাঙা খ্যাতি৷ মার্ক হয়ে ওঠেন রক সংগীতের এক আদর্শ৷
১৯৯৫ সালে ‘ডায়ার স্ট্রেটস' ছেড়ে দিয়ে একক সংগীত শিল্পী হিসেবে মার্ক শুরু করেন তাঁর ক্যারিয়ার৷ জ্যাজ, রক, লোক আর কান্ট্রি সংগীতের সংমিশ্রণে এক নতুন আঙ্গিকের সংগীত উপহার দেন তাঁর মুগ্ধ অনুরাগীদের৷ একাধিক চলচ্চিত্রের সংগীত রচনাতেও তিনি পেয়েছেন সমান জনপ্রিয়তা৷ তাঁর গঠিত কান্ট্রি সংগীত গোষ্ঠী ‘দ্য নটিং হিলবিলিস' পেয়েছে বিপুল সমাদর৷
মার্ক'এর সুদক্ষ গিটার বাদন শৈলী ও সৃজনশীল সংগীত আজও মুগ্ধ করে অসংখ্য অনুরাগীদের৷ বিশ্বব্যাপী প্রায় ১২ কোটি অ্যালবাম বিক্রি হয়েছে তাঁর৷ সংগীতে বিশেষ অবদানের জন্য ইংল্যন্ডের তিনটি বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডক্টর উপাধি প্রদান করেছে৷ পাঁচ বার গ্র্যামি, তিন বার ব্রিট সহ আরো বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন পপ-রক সংগীত জগতের বহুমুখী প্রতিভার অধিকারী মার্ক নফলার৷
প্রতিবেদন: মারুফ আহমদ
সম্পাদনা: দেবারতি গুহ