1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পদ্মা সেতু প্রকল্পে প্রস্তাব দিল মালয়েশিয়া

২৮ আগস্ট ২০১২

পদ্মা সেতু প্রকল্পে চূড়ান্ত আর্থিক এবং কারিগরি প্রস্তাব দিয়েছে মালয়েশিয়া৷ তবে এ ব্যাপারে বাংলাদেশ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সার্বিক পর্যালোচনার পর৷ বিশ্বব্যাংকের ব্যাপারে কী করা হবে তা অর্থমন্ত্রী জানাবেন বুধবার৷

https://p.dw.com/p/15xXv
ছবি: Fotolia/Gordon Bussiek

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিশেষ দূত দাতো সেরি সামি ভেলু বাংলাদেশের যোগাযোমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে পদ্মা সেতু নিয়ে তাদের চূড়ান্ত প্রস্তাব দিয়েছেন৷ সোমবার এই প্রস্তাব দেন তিনি৷ ঢাকায় দু'পক্ষের বৈঠক শেষে যোগাযোগমন্ত্রী জানান, তাদের এই প্রস্তাবে আর্থিক এবং কারিগরি সব দিকই রয়েছে৷ তবে সিদ্ধান্ত হবে পর্যালোচনার পর৷ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আর্থিক ও কারিগরি কমিটি মালয়েশিয়ার প্রস্তাব পর্যালোচনা করবে৷

পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ঋণের কী হবে, এমন প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, কোন বিষয়ই এখনো চূড়ান্ত নয়৷ চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগে সবার জন্যই দরজা খোলা আছে৷ তবে সরকার আগামী অর্থবছরের আগেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করবে৷

এদিকে বিশ্বব্যাংকের ঋণ পেতে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমানের পদত্যাগের গুঞ্জন শোনা গেলেও তা এখনো সত্যি হয়নি৷ তাকে সোমবারও মন্ত্রিসভার বৈঠকে দেখা গেছে৷ মশিউর রহমান অবশ্য বলেছেন, তিনি পদত্যাগ করলে যদি বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে ঋণ দেয় তাহলে তিনি পদত্যাগে প্রস্তুত আছেন৷ আর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানিয়েছেন, বিশ্বব্যাংকের ব্যাপারে সর্বশেষ পরিস্থিতি তিনি কাল বুধবার সংবাদ সম্মেলন করে সবাইকে জানাবেন৷ তার আগে কোন কথা নয়৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য