1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পদ্মা বিধৌত অঞ্চলের মানুষের কণ্ঠস্বর রেডিও পদ্মা

২৭ সেপ্টেম্বর ২০১১

স্থানীয় ও প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর তুলে ধরতে বাংলাদেশে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে কমিউনিটি রেডিও কার্যক্রম৷ ইতিমধ্যে রেডিও পদ্মা সহ কয়েকটি রেডিও তাদের পরীক্ষামূলক সম্প্রচার শুরু করেছে৷

https://p.dw.com/p/12ghi
রেডিও পদ্মা’র স্টুডিওতে আরজে আবরারছবি: DW

৭ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু করবে রেডিও পদ্মা৷ ডয়চে ভেলের সাথে একান্ত সাক্ষাৎকারে রেডিও পদ্মার পথচলা সম্পর্কে এর প্রধান সমন্বয়কারী জি এম মুর্তুজা বলেন, ‘‘চলতি বছরের ২২ জুলাই থেকে রেডিও পদ্মার পরীক্ষামূলক সম্প্রচার কার্যক্রম শুরু করেছি৷ কমিউনিটি রেডিও বিষয়ক কারিগরি কমিটির সভাপতি আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন৷ এরপর থেকে প্রতিদিন আমরা সকাল ৮টা থেকে রাত্রি ১২টা পর্যন্ত বিভিন্ন ধরণের অনুষ্ঠান সফলভাবে সম্প্রচার করছি৷ অনুষ্ঠান সম্প্রচারে কারিগরি যে সমস্যাগুলো ছিল সেগুলো সমাধানের চেষ্টা করছি৷ আমরা আশা করছি আগামী ৭ অক্টোবর থেকে রেডিও পদ্মার আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করতে পারবো৷ বাংলাদেশের তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ আনুষ্ঠানিকভাবে এই সম্প্রচার কার্যক্রম উদ্বোধনের সম্মতি দিয়েছেন৷ ফলে সেই দিন থেকেই বাংলাদেশে কমিউনিটি রেডিও কার্যক্রম শুরু হবে বলে আমরা আশা করি৷''

তিনি জানান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক প্রতিষ্ঠান হিসেবে সিসিডি রেডিও কার্যক্রমের সাথে আগে থেকেই জড়িত ছিল৷ ফলে রেডিও পদ্মা চালু করার অনুমোদন পাওয়ার পর থেকেই জোরেশোরে এর প্রস্তুতি শুরু করে সিসিডি৷ ইতিমধ্যে ৪৫ জন ছেলে-মেয়ের সমন্বয়ে একটি প্রশিক্ষিত দল তৈরি করা হয়৷ তারাই এই রেডিও'র অনুষ্ঠান তৈরি ও সম্প্রচারের কাজ করছে৷

স্থানীয় জনগোষ্ঠী তথা শ্রোতারা রেডিও পদ্মার মাধ্যমে কীভাবে উপকৃত হবে - এমন প্রশ্নের উত্তরে জি এম মুর্তুজা বলেন, প্রান্তিক বা সুবিধা বঞ্চিত মানুষের কণ্ঠস্বর তুলে ধরা হবে এই রেডিও অনুষ্ঠানের মাধ্যমে৷ এছাড়া তরুণ প্রজন্ম এবং শিক্ষার্থীদের জন্যও রাখা হয়েছে বিশেষ জ্ঞান-বিজ্ঞান ও বিনোদনমূলক অনুষ্ঠান৷

সাক্ষাৎকার: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: দেবারতি গুহ