পদার্থবিদ্যায় নোবেল তিন বিজ্ঞানীর
৬ অক্টোবর ২০২১নোবেল কমিটি জানিয়েছে, জটিল ফিজিক্যাল সিস্টেমকে বোঝার ক্ষেত্রে অবদানের জন্য এই তিন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেলেন। এর মধ্যে মানাবে এবং হ্যাসেলম্যান পুরস্কার পাচ্ছন বিশ্বের উষ্ণায়ন সম্পর্কে ঠিক ভবিষ্যদ্বাণী করার জন্য এবং পৃথিবীর জলবায়ুর মডেলিং ও পরিবর্তনশীলতার পরিমাপ করার জন্য। তারা পুরস্কারের অর্ধেক অর্থ পাবেন। বাকি অর্ধেক পাবেন জর্জিও প্যারিসি।
নোবেল কমিটির তরফে জানানো হয়েছে, প্যারিসি এই সম্মান পেয়েছেন পারমাণবিক থেকে গ্রহের প্রাকৃতিক প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে আবিষ্কারের জন্য। তিনি একটি অত্যন্ত জটিল প্রাকৃতিক এবং গাণিতিক মডেল তৈরি করেছেন। এই মডেল গণিত, জীববিজ্ঞান, স্নায়ুবিজ্ঞান, মেশিন লার্নিং সহ বিভিন্ন জটিল বিষয়কে বুঝতে সাহায্য করবে।
জটিল বিষয়ের সহজ ব্যাখ্যা
এবার পদার্থবিদ্যায় যারা নোবেল পেয়েছেন, তারা খুব জটিল বিষয় নিয়ে কাজ করেছেন। কিন্তু তারা এই জটিল বিষয়গুলির সহজ ব্যাখ্যা দিয়েছেন, যা আমরা বুঝতে পারি এবং আবহাওয়ার বিষয়টি নিয়ে ভবিষ্যদ্বাণীও করতে পারি। পদার্থবিদ্যায় নোবেল কমিটির সদস্য ও থিওরেটিক্যাল ফিজিক্সের অধ্যাপক হ্যান্স হ্যানসন বলেছেন, এটাই হলো আসল পদার্থবিদ্যা।
তার মতে, পদার্থবিদ্যা মানে শুধু আলোর গতিবেগ বা পৃথিবীর সূর্য প্রদক্ষিণের বিষয় নয়। পদার্থবিদ্যা তত্ত্ব তৈরি করে। তত্ত্বের জটিল ব্যাখ্যা সামনে আনে। এবার যারা নোবেল পেয়েছেন, তারা সেই কাজটিই করেছেন।
মেডিসিনে নোবেল
এবার মেডিসিনে যৌথ ভাবে নোবেল পুরস্কার পেয়েছেন ডেভিস জুলিয়াস ও আর্ডেম পাতাপৌতিয়ান। তারা এই সম্মান পেলেন 'রিসেপ্টরস ফর টেম্পারেচার অ্যান্ড টাচ' বিষয়ে তাদের আবিষ্কারের জন্য। সোমবার তাদের নাম ঘোষণা করেন নোবেল কমিটির সেক্রেটারি জেনারেল থমাস পার্লম্যান।
জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)