পঞ্চম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু
২২ জানুয়ারি ২০১২শনিবার শিশু চলচ্চিত্র উৎসব প্রাঙ্গন থেকে চিলড্রেনস ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মুনিরা মোর্শেদ মুন্নি জানালেন, ‘‘এবার ঢাকায় নয়টি, চট্টগ্রামে ছয়টি এবং সিলেট, খুলনা, রাজশাহী, রংপুর ও বরিশালে একটি করে মোট ২০টি স্থানে উৎসব অনুষ্ঠিত হচ্ছে৷ বরাবরের মতোই এবারও উৎসবের স্লোগান ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন'৷ ২৭শে জানুয়ারি পর্যন্ত এ উৎসবে মোট ৪০টি দেশের দুই শতাধিক শিশুতোষ কাহিনিচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, অ্যানিমেটেড ছবি ও প্রামাণ্যচিত্রের প্রদর্শনী হবে৷ এর মধ্যে বাংলাদেশ ছাড়াও রয়েছে এশিয়া, ইউরোপ, লাতিন অ্যামেরিকা, আফ্রিকা ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশের ছবি৷ প্রদর্শনী একজন অভিভাবকসহ সব শিশু-কিশোরের জন্য উন্মুক্ত৷''
বাংলাদেশে ইতিমধ্যে চার বার আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে৷ বাংলাদেশের শিশুদের উপর এসব চলচ্চিত্র উৎসবের প্রভাব সম্পর্কে তিনি বলেন, ‘‘এসব উৎসব আয়োজনের সাথেও জড়িয়ে রয়েছে ৬ থেকে ২২ বছর বয়সি এক ঝাঁক কিশোর স্বেচ্ছাসেবী৷ আমরা বড়রা শুধু পেছন থেকে তাদের কিছুটা সহযোগিতা করি৷ ফলে তাদের মধ্যে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি পাচ্ছে৷ এছাড়া শিশুরা এই উৎসব থেকে নানা সৃষ্টিশীল ছবি তৈরির উৎসাহ পাচ্ছে এবং রচনা প্রতিযোগিতা ও বিশিষ্টজনদের সাথে আলাপচারিতার মাধ্যমে তাদের চিন্তাধারা বিকশিত হচ্ছে৷ ফলে আমরা আশাবাদী যে, এর মাধ্যমে আমরা অদূর ভবিষ্যতে বেশ কিছু প্রতিভাবান ছবি নির্মাতা, সংগঠক, স্ক্রিপ্ট রাইটারসহ নানা ধরণের সৃষ্টিশীল ও আলোকিত মানুষ উপহার পাবো৷''
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী