পঞ্চদশ সংশোধনী নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
১ জুলাই ২০১১১৯৭২ সালে বাংলাদেশের প্রথম সংবিধান প্রণেতাদের অন্যতম সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন৷ তার মতে সুপ্রিমকোর্টের নির্দেশনার পর পঞ্চদশ সংশোধনী যেমন আনন্দের কারণ তেমনি এর মধ্যে উদ্বেগেরও বিষয় রয়েছে৷ তিনি মনে করেন, রাষ্ট্রের কোন ধর্ম থাকতে পারেনা৷ রাষ্ট্র হবে ধর্ম নিরেপেক্ষ৷
আরেকজন সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক বলেন, তড়িঘড়ি করে সংবিধান সংশোধন করা হয়েছে৷ জনগণের মতামত নেয়ার সুযোগ ছিল কিন্তু তা করা হয়নি৷ ড. শাহদীন মালিকের মতে এই সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগকে রাজনীতি ও রাজনৈতিক প্রভাবের বাইরে রাখা যায়নি৷
আর তত্ত্বাবধায়ক সরকারের সাবেক আইন উপদেষ্টা হাসান আরিফ বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের আগে আমাদের রাজনৈতিক পরিবেশ আরো ভাল করা দরকার ছিল৷ প্রয়োজন ছিল নির্বাচন কমিশনকে সবার আস্থার জায়গায় নেয়া৷
আর বাম সংগঠনগুলোর ১১ দলীয় জোট মনে করে, এই সংশোধনী আবারো ধর্ম ব্যবসায়ীদের সুযোগ করে দিল৷ তাই তারা এর প্রতিবাদ জানিয়েছে, করেছে প্রতিবাদ সভা৷ জোটের পক্ষে বক্তব্য রাখেন সিপিবি নেতা মুজাহিদুল ইসলাম সেলিম৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক