‘নোংরা রাজনীতি, স্বার্থ আর লোভই দুর্নীতির কারণ'
১০ ফেব্রুয়ারি ২০১৬ডয়চে ভেলের পাঠক বন্ধু জুয়েলের মতে, ‘‘দুর্নীতির ফলে, বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়৷ এবং তার ফলে জনগণ কোনো উন্নয়নের দীর্ঘমেয়াদি সুফল ভোগ করে পারে না৷ এর জন্য আমাদের সমাজের মানুষ দায়ী৷''
অন্যদিকে দুর্নীতি সম্পর্কে সাঈদ রহমান সরদার পুরোপুরি দায়ী করেছেন রাজনীতিকদের৷ তিনি লিখেছেন, ‘‘দুর্নীতির জন্য ৯০ ভাগ দায়ী রাজনীতিবিদরা৷ তাঁদের নোংরা রাজনীতি, ব্যক্তিগত স্বার্থ, লোভ, রাতারাতি ধনী হওয়ার আকাঙ্খাই দুর্নীতির কারণ৷''
‘‘দুর্নীতি যে কারণই হোক না কেন, বাংলাদেশে একবার কোনো কিছুর দাম বাড়লে তা আর কখনো কমে না'' –এটাই আমিনুল হকের দুঃখ৷
‘‘বাংলাদেশের মানুষ মনে করে, যারা ক্ষমতায় যায় তারা পাঁচ বছরের জন্য দেশটা ইজারা নেয়৷ আর আমলারা মনে করে যে, তারা জনগণের নয় তারা সরকারের চাকরি করে৷ ইজারাতন্ত্র, দহনতন্ত্র, আমলাতন্ত্র নিপাত যাক, কৃষক-শ্রমিক মুক্তি পাক৷'' – বাংলাদেশে দুর্নীতি না কমার কারণকে পাঠক আজিজুল আলম ডয়চে ভেলের ফেসবুক পাতায় এভাবেই তুলে ধরেছেন৷
‘‘সবাই অনেক ভালো তো, তাই দুর্নীতি কমে না'' – হ্যা, এভাবেই রসিকতা করেছেন পাঠক মুহাম্মদ আবদুল মুত্তাকাব্বির৷
‘‘দুর্নীতিবাজ বের করার জন্য পুলিশকে ‘টার্গেট' দিয়ে তা অবশ্যই আদায় করে নিতে হবে৷ আর শাস্তি হবে মৃত্যুদণ্ড৷'' দুর্নীতি কিভাবে কমবে তার জন্য এই কড়া পরামর্শ দিয়েছেন নোবেল মন্ডল৷
রিন্টু মনে করেন, বাংলাদেশে সব কাজ সেনাবাহিনীকে দিয়ে করালে নাকি দুর্নীতি থাকবে না৷
‘‘এই দেশের যেদিকে তাকাই, সেদিকেই শুধু ভণ্ড, প্রতারক আর দুর্নীতেতে ভরা৷ কেউ সুখি নয়৷'' মন্তব্যটি বন্ধু সুমনের৷ সুমন দুঃখ করে আরো লিখেছেন, ‘‘এই পরিস্থিতিতে আমাদের মতো পরিবারের বাঁচা বড় দায়৷''
‘‘বিড়াল দিয়ে কখনো মাছ পাহাড়া দেয়া যায় না৷'' বাংলাদেশের দুর্নীতি সম্পর্কে এই ছোট্ট মন্তব্যটি চৌধুরী জিয়াদের৷
মুহাম্মদ আরিফুল হুদা অবশ্য দুর্নীতির জন্য সরকারকেই দায়ী করছেন৷ বলেছেন, ‘‘এ সরকারের আমলে সব সেক্টরে দুর্নীতি চরম আকারে পৌঁছেছে৷''
‘‘মানুষ টাকার কাছে গোলাম, তারা মরার ভয় করে না, তাই দুর্নীতি কমে না৷'' এমন মন্তব্য করেছেন ইরফান আলী৷ আর সোহাগ জামান বলেছেন, ‘‘দেশটাই তো দুর্নীতিবাজদের৷''
দুর্নীতি না কমাকে রাজনৈতিক সমস্যা বলে মনে করেন রঞ্জু হক৷ তাই বাংলাদেশে দুর্নীতি সহজে কমবে বলে বিশ্বাস করেন না পাঠক হাবীব রহমান৷ তিনি হতাশ আর সেজন্যই হয়ত ফেসবুকে তিনি লিখেছেন, ‘‘যেদিন দুর্নীতি কমবে, সেদিন আমরা থাকব না৷''
দুর্নীতি বন্ধ করার পরামর্শ দিয়ে ওয়াকিল আহমেদ লিখেছেন, ‘‘আগে এ দেশের মানুষের চরিত্র বদল করতে হবে, হালাল-হারাম মানতে হবে৷''
‘‘মানুষ নীতিকে রাখে অনেক দূরে, তাই দুর্নীতি কমে না বাংলাদেশে৷'' এই মন্তব্য ডয়চে ভেলের ফেসবুক বন্ধু বক্তিয়ার মানিকের৷
‘‘যারা দুর্নীতি দমন করবে তারাই যদি দুর্নীতি করে, তাহলে দুর্নীতি কমবে কিভাবে বাংলাদেশে ?'' এই প্রশ্ন নিলয় আহমেদ নিরের৷
সংকলন: নুরুননাহার সাত্তার
সম্পাদনা: দেবারতি গুহ