1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভূমিকম্প নিয়ে সরব টুইটার

২৭ এপ্রিল ২০১৫

সংবাদমাধ্যমের আগেই নেপালের ভূমিকম্পের খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ ত্রাণের জন্য যোগাযোগ সংক্রান্ত তথ্য সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানা যাচ্ছে সেখানে৷ বিশিষ্ট ব্যক্তিরাও তথ্যের আদান-প্রদানে সাহায্য করছেন৷

https://p.dw.com/p/1FFOL
Nepal Kathmandu Starkes Erdbeben Durbar Square
ছবি: picture-alliance/AP Photo//N. Shrestha

বলিউড তারকা অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ঋত্বিক রোশন থেকে শুরু করে পরিচালক শেখর কাপুর – অনেকেই নেপালের ভূমিকম্প সম্পর্কে টুইট করেছেন৷ এভাবে তাঁরা টুইটারে তাঁদের বিশাল সংখ্যক অনুগামীদের কাছে আপদকালীন যোগাযোগের উপায় বাতলে দিয়েছেন৷ উদ্ধার ও ত্রাণ তৎপরতার ক্ষেত্রেও অবদান রাখার চেষ্টা করছেন তাঁরা৷

উদ্ধার ও ত্রাণ তৎপরতার ক্ষেত্রে বিভিন্ন দেশের সরকার ছাড়াও অনেক এনজিও এগিয়ে এসেছে৷ জাতিসংঘের শিশু কল্যাণ সংস্থা ইউনিসেফ তাদের কর্মকাণ্ড তুলে ধরছে৷

অক্সফ্যাম দুর্গত মানুষদের কাছে প্রয়োজনীয় সাহায্য পাঠানোর উদ্যোগের কথা জানিয়েছে৷

অনেকে ব্যক্তিগত উদ্যোগেও সাহায্য পৌঁছানোর চেষ্টা করছেন৷ বিভিন্ন বিমান সংস্থা কী ভাবে বাড়তি মালপত্র নিয়ে যেতে সাহায্য করতে পারে, সেই তথ্য জানার চেষ্টা করছেন তাঁরা৷ মনোজ ত্রিপাঠী জানিয়েছেন, অনেক বিমান সংস্থা বিনামূল্যে মালপত্র সরবরাহের ব্যবস্থা করছে৷

ভূমিকম্প সম্পর্কে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সংবাদমাধ্যমের একাংশের সমালোচনা শোনা যাচ্ছে টুইটারে৷ যেমন সাধারণ মানুষের দুর্দশার বদলে এভারেস্টে তুষার ধসকে বাড়তি গুরুত্ব দেওয়া উচিত নয় বলে মনে করেন হাইমো পাফহাউসেন৷

নেপালের ভূমিকম্পে রাজধানী কাঠমান্ডুর দরবার স্কোয়ারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ ইউনেস্কোর ঐতিহ্যবাহী সাইট হিসেবে এর বিশেষ মর্যাদা রয়েছে৷ ইউনেস্কোর মহাসচিব নেপালের মানুষ ও সরকারের প্রতি তাঁর সমবেদনা জানিয়েছেন৷

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং ডোগবে এর মধ্যেই সশরীরে কাঠমান্ডু গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন৷ নেপালের সাংস্কৃতিক ক্ষয়ক্ষতি সম্পর্কেও তিনি দুঃখ প্রকাশ করেন৷

সংকলন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য