নেইমারের অভিনয়, নেইমারের খেলা
যত ম্যাচ গড়াচ্ছে ততই যেন দ্যুতি ছড়াচ্ছেন ব্রাজিলিয়ান তারকা স্ট্রাইকার নেইমার৷ কিন্তু একই সঙ্গে তিনি আলোচনা সমালোচনায় আরো একটা কারণে৷ মাঠে মাঝে মাঝে বিনা কারণে পড়ে যাচ্ছেন৷ এটা কি তাঁর কৌশল?
গ্রুপ পর্বে এক গোল
গ্রুপে তিন ম্যাচে এক গোল করেছেন নেইমার৷ একটি অ্যাসিস্ট করেছেন৷ প্রথম ম্যাচে যতটা নিষ্প্রভ মনে হচ্ছিল তাঁকে, পরের ম্যাচগুলোতে ধীরে ধীরে স্বরূপে ফিরেছেন৷
দ্বিতীয় রাউন্ড
দ্বিতীয় রাউন্ডে ছুটে গিয়ে ডান পায়ে স্লাইড করে মেক্সিকোর জালে বল জড়িয়েছেন তিনি৷ মেক্সিকোর বিরুদ্ধে এই গোলেই এগিয়ে যায় ব্রাজিল৷
অভিনয় ও সমালোচনা
একইসঙ্গে নেইমার সমালোচিত হন তাঁর বিনা কারণে পড়ে যাবার কিংবা অল্প ছোঁয়াতেই বড় আঘাত পাবার অভিনয় করবার জন্য৷
একটুকু ছোঁয়া লাগে
কোস্টারিকার বিরুদ্ধে একটু ছোঁয়াতেই পড়ে যান নেইমার৷ তাঁর এই অভিনয়ের জন্য এই বিশ্বকাপে প্রথম সমালোচিত হন তিনি৷
মেক্সিকো কোচের সমালোচনা
শুধু অন্যান্য দলের সমর্থকরাই নন, মেক্সিকোর ফুটবল কোচ হুয়ান কার্লোস ওসোরিও-ও খুব সমালোচনা করেছেন নেইমারের৷ তিনি বলেন যে, এটা ফুটবলের জন্য ভালো উদাহরণ হচ্ছে না৷
নেইমারের জবাব
নেইমারও সমালোচনার জবাব দিয়েছেন৷ ২৬ বছর বয়সি এই স্ট্রাইকারের সরল স্বীকারোক্তি এমন যে, ‘ব্যথা পেলে কী করবো?’ তিনি বলেন, ‘‘বিষয়টা এত সহজ নয়৷ আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না৷’’
ফ্যানদের প্রতিক্রিয়া
ব্রাজিল ফ্যানদেরই অনেকে বিব্রত নেইমারের এসব আচরণের জন্য৷ কিন্তু তিনি তো পারফর্মও করছেন৷ হতে পারে এটা প্রতিপক্ষকে ঘায়েল করার এক কৌশল৷