নুহাশের চোখে ‘হিরো' আলম
১৬ সেপ্টেম্বর ২০১৬আসল নাম আশরাফুল আলম৷ তবে একসময় আচার বিক্রি করতেন বলে নাম হয়েছিল ‘আচার' আলম৷ এরপর যখন সিডির ব্যবসা শুরু করেন তখন হয়ে যান ‘সিডি' আলম৷ তারপর একসময় ‘ডিশ' আলম হয়ে এখন তিনি ‘হিরো' আলম নামে পরিচিতি পেয়েছেন৷
অনেকে হিরো আলমের ভিডিও দেখে ফেসবুকে বাঁকা মন্তব্য করেছেন, হাসাহাসি করেছেন৷ তবে সেভাবেই তিনি পরিচিতি হয়ে উঠেন৷ সংবাদপত্রে তাঁকে নিয়ে খবর প্রকাশিত হয়েছে, নেয়া হয়েছে তাঁর সাক্ষাৎকারও৷ বাদ যায়নি টিভি চ্যানেলও৷ এই পরিচিতির কারণে অনেক নির্মাতা তাঁকে গান ও বিজ্ঞাপনে মডেলিংয়ের অফার দিয়েছেন৷ তাঁকে নিয়ে তৈরি হয়েছে ‘হিরো আলম দ্য গ্যাংস্টার' শর্ট ফিল্ম৷
হিরো আলমকে নিয়ে পাঁচ মিনিটের একটি তথ্যচিত্র নির্মাণ করেছে ‘লিটল বিগ ফিল্মস'৷ ৫ সেপ্টেম্বর সেটি তাদের ফেসবুক পাতায় শেয়ার করা হয়৷ কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পুত্র নুহাশ হুমায়ূন এটি নির্মাণের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং তথ্যচিত্রের ধারাবর্ণনা তিনি নিজেই দিয়েছেন৷ তথ্যচিত্রটি ফেসবুকে এখন পর্যন্ত দুই লক্ষ ৩৫ হাজারের বেশিবার দেখা হয়েছে৷ তথ্যচিত্রে হিরো আলমকে যেভাবে উপস্থাপন করা হয়েছে তার প্রশংসা করছেন ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই৷ সুতরাং আপনিও দেখুন৷
জেডএইচ/ডিজি