নিষেধাজ্ঞা কি সিরিয়ায় মানবিক সহায়তায় বাধা হয়েছে?
২২ ফেব্রুয়ারি ২০২৩মানবিক সাহায্য চেয়ে সম্প্রতি সিরিয়ার এক শিক্ষার্থীর একটি টিকটক ভিডিও ভাইরাল হয়৷ ভিডিওতে বিমান ট্রাফিকের একটি গ্রাফিক্স দেখান তিনি, যেখানে দেখা যায়, সিরিয়ার আশেপাশে বিমান অবতরণ করলেও সিরিয়ায় কোনো বিমান অবতরণ করছে না৷ এমন আরো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং সেগুলোতে একটি হ্যাশট্যাগও ছড়িয়ে পড়ছে, তা হলো #StopSanctionsOnSyria বা সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নিন৷
তবে নিষেধাজ্ঞা মানবিক সহায়তার ওপর কোনো প্রভাব ফেলেনি বলে দাবি করেছে ইউরোপ৷ ‘‘আমি নির্দিষ্ট করে এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলছি, মানবিক সহায়তার ওপর নিষেধাজ্ঞার কোনো প্রভাব নেই,'' ইইউর ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিশনার ইয়ানেস লেনারচিচ বলেন৷
সিরিয়ায় ২০১১ সালে আরব বসন্ত শুরুর পর দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ শক্তহাতে সরকারবিরোধী আন্দোলন বন্ধ করার চেষ্টা করেন৷ এর ফলে মধ্যপ্রাচ্যের দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়৷ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তার আগেই আসাদের পদত্যাগ দাবি করে৷ পদত্যাগ না করে উলটো আরব বসন্তের বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযান চালানোয় পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার কবলে পড়ে সিরিয়া৷
জার্মানির পররাষ্ট্রদপ্তরও এ বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে৷ ‘‘দয়া করে যারা এমন কঠিন সময়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টায় এমন বক্তব্য ছড়াচ্ছে, তাদের ফাঁদে পা দেবেন না,'' সংবাদ সম্মেলনে দপ্তরের এক কর্মকর্তা বলেন এ কথা৷
তবে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, সরকারবিরোধী নিয়ন্ত্রিত অঞ্চলে ভূমিকম্পের দুই সপ্তাহ পর অল্প কিছু সহায়তা পৌঁছেছে৷ মানবিক সহায়তা পৌঁছাতে এত দেরি হওয়ায় সেসব এলাকার মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে৷ সম্প্রতি ৭.৮ মাত্রার একটি ভূমিকম্প তুরস্ক ও সিরিয়ায় আঘাত করে৷ এতে দুই দেশে ৪৪০০০ মানুষ মারা যান৷ এর মধ্যে তিন হাজার ৬০০ জন সিরিয়ার৷
কাথরিন শায়ের/জেডএ