নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরিরের প্রকাশ্য কর্মসূচি ঘোষণা
২ আগস্ট ২০১১ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মনিরুল ইসলাম জানিয়েছেন, হিযবুত তাহরিরের সাম্প্রতিক এই তৎপরতার তথ্য তাদের কাছেও রয়েছে৷ নিষিদ্ধ সংগঠনের কোন সমাবেশ বা মিছিল করার সুযোগ নেই৷
জঙ্গি সংগঠন হিযবুত তাহরিরকে বাংলাদেশে নিষিদ্ধ করা হয় ২০০৯ সালের ২২শে অক্টোবর৷ এর ৩ বছর আগে নিষিদ্ধ করা হয় জেএমবি, জেএমজেবি, হরকাতুল জিহাদ এবং শাহদাত-ই আল-হিকমা নামে ৪টি জঙ্গি সংগঠন৷ কিন্তু নিষিদ্ধ করার পরও এসব জঙ্গি সংগঠনের তৎপরতা থেমে নেই৷ বিশেষ করে হিযবুত তাহরির এই সময়ে বেশ সক্রিয় হয়ে উঠেছে৷ তারা তাদের লিফলেট এবং প্রচারপত্র বিলি করে মাঝে মধ্যেই৷ কখনো কখনো তারা ঝটিকা মিছিল করে বলেও তথ্য রয়েছে৷ আর সর্বশেষ ১৩ই আগস্ট ঢাকার মুক্তাঙ্গনে মিছিল সমাবেশ করবে বলে তারা ঢাকার দেয়ালে দেয়ালে পোস্টার লাগিয়েছে৷ ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মনিরুল ইসলাম জানিয়েছেন, তারাও এধরনের পোস্টারসহ হিযবুত তাহরিরের কিছু কর্মীকে গ্রেফতার করেছেন৷ তবে তারা মিছিল সমাবেশ করতে পারবে না বলে জানান তিনি৷
ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র জানান, ইতিমধ্যেই হিযবুত তাহরিরের আটক কিছু নেতা-কর্মী জামিনে ছাড়া পেয়েছে৷ তারাই মূলত দলকে সংগঠিত করছে৷ তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের তৎপরতা বাড়ানোর চেষ্টা করছে বলে গোয়েন্দাদের কাছে খবর রয়েছে৷
মনিরুল ইসলাম জানান, জঙ্গি সংগঠনগুলোর এধরনের তৎপরতাকে তারা কড়া নজরদারির মধ্যে রাখছেন৷ তবে বড় ধরনের কোন নাশকতামূলক কাজের শক্তি বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলোর নেই বলে তিনি মনে করেন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই