নির্বাচন বর্জনের ঘোষণা বিএনপির, থাকছে না সেনা
৩০ অক্টোবর ২০১১
এদিকে সেনা মোতায়েন ছাড়াই শুরু হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রথম ভোট গ্রহণ৷
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরুর মাত্র সাত ঘণ্টা আগে এ নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বিএনপি৷ শনিবার রাত পৌনে ১টায় জরুরি প্রেস ব্রিফিংয়ে নির্বাচন বর্জনের কথা বলেন বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান৷ তিনি বলেন, নির্বাচনে সেনা মোতায়েন করা হয়নি৷ ভোটারদের বাড়ি-বাড়ি গিয়ে হুমকি দেয়া হয়েছে৷ এ পরিস্থিতিতে আমারা নির্বাচন প্রত্যাখ্যান করছি এবং আমাদের প্রার্থীকে নির্বাচনে অংশ নেয়া থেকে বিরত রাখছি৷ একই সঙ্গে সরকার ও নির্বাচন কমিশনের পদত্যাগও দাবি করেন তিনি৷
এরপরই খালেদা জিয়ার নির্দেশ মেনে নির্বাচন বর্জনের কথা জানান বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার৷ শনিবার রাত দেড়টার দিকে নারায়াণগঞ্জের মাছদাইলে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তৈমুর৷ তিনি বলেন, নেত্রীর প্রতি আনুগত্য প্রকাশ করে তার নির্দেশে নির্বাচন বর্জন করছি৷ এই সরকার ও নির্বাচন কমিশনের অর্ধীনে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে না৷
তবে বিএনপির এই ঘোষণার পর নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন টেলিফোনে সাংবাদিকদের বলেন, এখন প্রার্থিতা প্রত্যাহারের কোনো সুযোগ নেই৷ তৈমুর আলম প্রার্থী হিসেবে বিবেচিত হবেন৷
আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা চলবে ভোটগ্রহণ৷ এখন ডা. সেলিনা হায়াৎ আইভী ও শামীম ওসমানের মধ্যেই মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা হবে৷ শামীম ওসমানের প্রতি আওয়ামী লীগের সমর্থন রয়েছে৷ আর ডা. সেলিনা হায়াৎ আইভী টানা আট বছর এই নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র৷ তাঁর ইমেজও ভালো৷ সেনাবাহিনী না থাকায় সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা৷ সরকারের এই আচরণে ক্ষুব্ধ তারা৷
এদিকে নির্বাচনে জঙ্গি হামলার যে আশঙ্গা করেছিলেন শামীম ওসমান তা নাকচ করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন৷ তিনি বলেন, সরকার জঙ্গি বিরোধী অভিযান অব্যহত রেখেছে৷ সেনাবাহিনী না থাকলেও নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেন তিনি৷
সেনাবাহিনী অনুপস্থিতিতে ব়্যাব সব দায়িত্ব ঠিকমত পালন করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন ব়্যাব মহাপরিচালক মোখলেছুর রহমান৷ তিনি সবাইকে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাওয়ার আনুরোধ করেছেন৷ যে কোন পরিস্থিত মোকাবেলায় ব়্যাব প্রস্তুত রয়েছে বলে জানান তিনি৷
প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা
সম্পাদনা: রিয়াজুল ইসলাম