1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাচন কমিশন স্বাধীন হবে কবে?

খালেদ মুহিউদ্দীন
১ অক্টোবর ২০২১

‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ ইউটিউব টকশোতে এবারের আলোচনার বিষয়: নির্বাচন কমিশনের স্বাধীনতায় কার লাভ, কার ক্ষতি৷ অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে রয়েছেন সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর৷ দেখুন এবং জানান আপনার মতামত৷

https://p.dw.com/p/41Cmt
Khaled Muhiuddin
খালেদ মুহিউদ্দীন জ্যেষ্ঠ সাংবাদিক ও টিভি উপস্থাপক৷ ডয়চে ভেলে বাংলা বিভাগের সাবেক প্রধান।