1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্দলীয় সরকার

৬ আগস্ট ২০১২

নির্বাচনের সময় নির্দলীয় সরকার কেমন হবে, তার রূপরেখা নিয়ে কাজ করছে প্রধান বিরোধী দল বিএনপি৷ দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির এ তথ্য জানিয়ে বলেছেন, সরকারকে আগে নির্দলীয় নিরপেক্ষ বিষয়টি মেনে নিতে হবে৷

https://p.dw.com/p/15keF
A Bangladeshi laborer sweeps the pavement outside the national parliament building in Dhaka, Bangladesh, Friday, April. 6, 2007. Bangladesh's national elections, already delayed amid deadly violence over allegations of ballot-rigging will not be held for at least a year and a half, the top election official in the military-backed interim government said. (ddp images/AP Photo/Pavel Rahman)
ছবি: AP

বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির জানিয়েছেন যে, তাঁরা সব সময়ই সরকারের সঙ্গে আলোচনায় রাজি আছেন৷ তবে নির্বাচনের সময় নির্দলীয় এবং নিরপেক্ষ সরকারের বিষয়টি ক্ষমতাসীনদের মেনে নিতে হবে আগে৷ আর আলোচনার উদ্যোগও তাঁদেরই নিতে হবে৷ তিনি জানান, এই নির্দলীয় নিরপেক্ষ সরকারের রূপরেখা কেমন হবে -- তা নিয়ে বিএনপি কাজ করছে৷ তবে তা এখন প্রকাশ করা হবেনা৷ সরকার আলোচনা শুরু করলে সময়মত তা প্রকাশ করা হবে৷

Mirza Fakhrul Islam Alamgir is the Acting Secretary General of the Bangladesh Nationalist Party. Foto: DW Korrespondent Harun Ur Rashid Swapan, Undatierte Aufnahme, Eingestellt 20.09.2011
মির্জা ফখরুল ইসলাম আলমগিরছবি: DW

বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না৷ যদি নির্বাচন কমিশন দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন করার চিন্তা করে থাকে, তাহলে তা হবে বড় ভুল৷ তবে আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার না করার যে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, তাকে স্বাগত জানান মির্জা ফখরুল৷

তিনি বলেন, ঈদের পর সরকার বিরোধী আন্দোলন আরো জোরদার করা হবে৷ আর সেই আন্দোলনের মাধ্যমেই নিরেপেক্ষ এবং নির্দলীয় সরকার ব্যবস্থার জন্য বাধ্য করা হবে সরকারকে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য