পোশাক শিল্প
১৭ জুন ২০১২শফিউল ইসলাম মহিউদ্দিন বলেছেন, শ্রমিকদের বেতন বাড়ানোর দাবি যৌক্তিকভাবে উপস্থাপন করতে হবে৷ ভাঙচুর করে তা আদায় করা যাবেনা৷ তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে গত কয়েকদিন ধরে গার্মেন্টস শিল্পে হামলা এবং ভাঙচুরের পর রোববার থেকে আশুলিয়ার তিন শতাধিক কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেয় বিজিএমইএ৷ কিন্তু তারপরও সেখানে চলছে শ্রমিকদের আন্দোলন৷ শ্রমিকরা বলছেন তাদের এখন যে বেতন দেয়া হয় তাতে তাদের পক্ষে চলা খুবই কঠিন৷ আর কারখানা বন্ধ করে দেয়ায় হাজার হাজার শ্রমিক অনিশ্চয়তার মধ্যে পড়েছেন৷ তারা পুলিশি নির্যাতনেরও অভিযোগ করেন৷ তবে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেছেন, তারা ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছেন৷
আর বিজিএমইএ'র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন ডয়চে ভেলেকে বলেছেন, হামলা এবং ভঙচুরের জন্য দায়ীদের চিহ্নিত করে শাস্তি না দেওয়া পর্যন্ত ঢাকার আশুলিয়ার কোন কারখানা খোলা হবেনা৷ তারা নিরাপত্তাহীনতার মধ্যে তাদের প্রতিষ্ঠান চালাবেন না৷ তিনি বলেন, শ্রমিকদের বেতন বাড়ানোর দাবি যৌক্তিকভাবে উপস্থাপন করতে হবে৷ যথাযথ কর্তৃপক্ষকে তা জানাতে হবে৷ তারাই সিদ্ধান্ত নেবেন বেতন বাড়ানো কতটুকু যৌক্তিক৷ ভাঙচুর করে তা আদায় করা যাবেনা৷
বিজিএমইএ সভাপতি মনে করেন, এই হামলা ভাঙচুরের পেছনে গভীর ষড়যন্ত্র আছে৷ আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাককে প্রতিযোগিতায় দুর্বল করতেই এসব করা হচ্ছে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আরাফাতুল ইসলাম