1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিজের মেয়েকে হত্যা

এলিজাবেথ শুমাখার/জেডএইচ৫ ডিসেম্বর ২০১৫

জার্মানির ডার্মস্টাড্ট শহরের একটি আদালত সম্প্রতি পাকিস্তানি-জার্মান এক দম্পতিকে তাঁদের মেয়েকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে৷ ছেলেবন্ধুর সঙ্গে শোয়ার কারণে তাঁরা মেয়েকে গলা টিপে হত্যা করেন৷

https://p.dw.com/p/1HGoo
Darmstadt Prozess Ehrenmord Shazia K.
ছবি: picture-alliance/dpa/A. Hirtz

এরপর কাছের এক বনে মেয়ের মৃতদেহ ফেলে দেন ঐ দম্পতি৷ এর আগে অ্যাপার্টমেন্টের বাইরে থাকা সিসি ক্যামেরা টেপ দিয়ে ঢেকে দেন নিহতের বাবা৷

মাস কয়েক আগে ১৯ বছর বয়সি মেয়েকে হত্যা করে তার ৫২ বছর বয়সি বাবা৷ সেসময় সেখানে উপস্থিত ছিলেন নিহতের ৪১ বছর বয়সি মা৷ অবশ্য বিচার চলাকালীন সময় তিনি আদালতকে জানান যে, তিনি খুনি নন এবং মেয়ের মরদেহ লুকিয়ে ফেলতে তাকে বাধ্য করা হয়েছে৷

জার্মানিতে ২৮ বছর বাস করার পরও নিহতের বাবা জার্মান সমাজে ‘ঠিকমত একীভূত' হতে পারেননি বলে জানান আইনজীবীরা৷ তাঁরা বলেন, পাকিস্তানে ছেলে-মেয়েরা বিয়ের আগে যৌনসম্পর্ক স্থাপন করলে তাদের শাস্তির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে৷

বিচার চলার সময় নিহতের ২৫ বছর বয়সি ছেলেবন্ধুকেও জেরা করা হয়৷ খুন করার আগে মেয়েটির উপর বিভিন্ন সময়ে নির্যাতন চালানো হতো বলে জানান তিনি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান