1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডোনাল্ড ট্রাম্প

১১ আগস্ট ২০১৫

বিতর্কিত মন্তব্য সত্ত্বেও জনপ্রিয়তার শীর্ষে মার্কিন কোটিপতি ডোনাল্ড ট্রাম্প৷ কারো কারো মতে, তিনি সোজাসাপটা কথা বলে মানুষের মন জয় করেছেন, করে চলেছেন৷ আবার অনেকে এর ফলে রিপাবলিকান দলের চরম ক্ষতির আশঙ্কা করছেন৷

https://p.dw.com/p/1GDLc
Donald Trump Debatte Republikaner Vorwahlkampf
ছবি: Getty Images/AFP/M. Ngan

মার্কিন যুক্তরাষ্ট্রে আগামী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ২০১৬ সালের ৮ই নভেম্বর৷ কিন্তু তার প্রস্তুতি পর্ব এখনই বেশ জমে উঠেছে৷ রিপাবলিকান দলের প্রার্থিতা অর্জন করতে যাঁরা আসরে নেমেছেন, চলছে তাঁদের মধ্যে জোরালো লড়াই৷ সবাইকে অবাক করে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন কোটিপতি ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প৷ প্রার্থীদের মধ্যে বিতর্কের অনুষ্ঠানে নিজেই জোরালো বিতর্কে জড়িয়ে পড়ার পর তাঁর জনপ্রিয়তা কমার বদলে আরও বেড়ে গেছে৷ সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টির নানা দিক উঠে আসছে৷

নারীবিদ্বেষী ও লাগামছাড়া মন্তব্যের অভিযোগে প্রথমে যেন কিছুটা কোণঠাসা হয়ে পড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প৷ কিন্তু দেখা গেল, বিতর্কের ফলে আখেরে তাঁর লাভই হয়েছে৷ এর কারণ বিশ্লেষণ করতে গিয়ে প্যাট কনডেল লিখেছেন, ‘‘করবিন আর ট্রাম্প জনপ্রিয়, কারণ মানুষ তাঁদেরকে এমন মানুষ হিসেবে দেখছেন, যাঁদের মধ্যে ভুলভ্রান্তি রয়েছে৷ যে সব রাজনীতিক কোনোদিন বাস্তব কিছু বলেন না, মানুষ তাঁদের সম্পর্কে বিরক্ত হয়ে পড়েছে৷''

একজন প্রশ্ন তুলেছেন, ডোনাল্ড ট্রাম্প যে এত জনপ্রিয় তা নিয়ে অবাক হবার কারণ আছে কি? বর্তমান রাজনৈতিক ব্যবস্থা যে মানের নেতৃত্ব সৃষ্টি করছে, তা দেখলেই এটা বোঝা যায়৷

জেসন ক্যাচার মনে করেন, পুরো বিষয়টা অত্যন্ত মজার মনে হতে পারে৷ কিন্তু যখন মনে পড়ে যে কাউকে দেশের নেতৃত্ব দিতে হবে, তখন আর বিষয়টা এত হালকা থাকে না৷

অনেকে মনে করিয়ে দিচ্ছেন, যে সাম্প্রতিক কালে প্রেসিডেন্ট নির্বাচনে অন্য এক ব্যক্তিত্ব অনেকটা ডোনাল্ড ট্রাম্প-এর মতোই আচরণ করেছেন৷ মাইকেল আয়ান ব্ল্যাক তীর্যক ভঙ্গিতে লিখেছেন, ঈশ্বর সারা প্যালিন-কে যখন ‘বন্ধ' করেন, তখন তিনি এক ট্রাম্প ‘খুলে দেন'৷ ঈশ্বরকে ধন্যবাদ৷

কিছু মানুষ মনে করেন, ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে বর্তমান বিতর্কের ফলে আখেরে রিপাবলিকান দলের ক্ষতি হচ্ছে৷ জন কার্ডিলো লিখেছেন, ট্রাম্পের উত্থানের ফলে রিপাবলিকান দলেরই ক্ষতি হবে৷

ট্রাম্পের আচরণ মোটেই রক্ষণশীল-সুলভ নয় বলে মনে করেন ডেকল্যান গেনলি৷ তাঁর মতে, ট্রাম্প শুধু আত্মপ্রেমে মগ্ন৷ এমনকি লোক দেখানো সৌজন্যবোধও তাঁর নেই৷

যখন ট্রাম্প-কে ঘিরে তুমুল বিতর্ক চলছে, তখন রিপাবলিকান দলের আরেক প্রার্থী জেব বুশ প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিলারি ক্লিন্টনের সঙ্গে সারাদিন টুইটার-যুদ্ধে ব্যস্ত ছিলেন৷ খবরটি অনেকেই শেয়ার করেছেন৷

সংকলন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য