নিউ ইয়র্কে সন্ত্রাসী হামলা
১১ ডিসেম্বর ২০১৭স্থানীয় সময় সোমবার সকালে ম্যানহাটন পোর্ট অথরিটি বাস টার্মিনালে এ বিস্ফোরণ ঘটে৷ তাৎক্ষণিকভাবে ঐ এলাকা ফাঁকা করে আশপাশের সড়কে অবস্থান নেয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৷ তবে বিস্ফোরণে আহতদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে নিউ ইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট৷ পুলিশ ঘটনাস্থল থেকে আহতাবস্থায় এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে৷ ওই যুবকের নাম আকায়েদ উল্লাহ৷২৭ বছর বয়সি ঐ যুবককে বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷
এদিকে, আটককৃত যুবক আকায়েদ উল্লাহ বাংলাদেশি বলে তাৎক্ষণিকভাবে উল্লেখ করেছে বিভিন্ন সংবাদমাধ্যম৷ সাত বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ঐ যুবক ইসলামিক স্টেট বা আইএস-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে এ হামলা চালিয়েছে বলেও উল্লেখ করা হচ্ছে অনেক প্রতিবেদনে৷ তবে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত এ নিয়ে কোনো সুনির্দিষ্ট মন্তব্য পাওয়া যায়নি৷ ঘটনার পর তাৎক্ষণিকভাবে এক সংবাদ সম্মেলনে নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও জানান, এটি একটি সন্ত্রাসী হামলা এবং এখন পর্যন্ত ঘটনাস্থল আটককৃত একজন ছাড়া আর কেউ সন্দেহের তালিকায় নেই৷ ‘‘নিউ ইয়র্ক এ মুহূর্তে আর কোনো হামলার হুমকিতেও নেই৷''
মাত্র দু'মাস আগে নিউ ইয়র্কে একটি সাইকেল চালানোর রুটে ট্রাক তুলে দিয়ে আটজনকে হত্যা করা হয়৷ আইএস পরে এ ঘটনার দায় স্বীকার করে৷
আরএন/ডিজি (রয়টার্স, এপি, এএফপি, ডিপিএ)