1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
দুর্যোগনিউজিল্যান্ড

নিউজিল্যান্ডে তীব্র ভূমিকম্প

১৬ মার্চ ২০২৩

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা সাত দশমিক এক। প্রবল ক্ষতির আশঙ্কা।

https://p.dw.com/p/4OkQz
ছবি: Praveen Menon/REUTERS

বৃহস্পতিবার সকালে নিউজিল্যান্ডের কার্মাডেক দ্বীপ এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল সাত দশমিক এক। মাটির দশ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল।

ভূমিকম্পের পরেই জারি করা হয় সুনামি সতর্কতা। পরে অবশ্য তা বাতিল করা হয়েছে। নিউজিল্যান্ডের রাজধানী থেকে ঘটনাস্থলের দূরত্ব অনেক। এখনো ক্ষয়ক্ষতির কোনো হিসেব পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলের দিকে বিশেষ দল রওনা হয়েছে বলে জানা গেছে। বিশেষজ্ঞদের ধারণা, ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রবল।

এসজি/জিএইচ (রয়টার্স/এএফপি)