1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাসিক নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন

৩০ অক্টোবর ২০১১

বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে নারায়নগঞ্জ সিটি সিটি কর্পোরেশন নির্বাচনের প্রথম ভোট গ্রহণ৷ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা চলে ভোটগ্রহণ৷

https://p.dw.com/p/131re
ভোটকেন্দ্রে ভোটারদের ভিড়ছবি: Samir Kumar Day

নারায়ণগঞ্জে বিভিন্ন কেন্দ্র থেকে বিচ্ছিন্ন কিছু অভিযোগ পাওয়া গেলেও ভোটারদের মাঝে আগ্রহের কোনো ঘাটতি নেই৷ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা সকাল থেকেই জড়ো হন বিভিন্ন কেন্দ্রে৷ তবে এবার ইভিএম পদ্ধতি থাকায় অনেক কেন্দ্রেই ভোটাররা ভোট দিয়ে দ্রুত বাড়ি চলে যেতে পেরেছেন৷ নির্বিঘ্নে ভোট দিতে পেরে সন্তুষ্ট ভোটাররা৷

সেনা মোতায়েন না হওয়ায় মধ্যরাতে বিএনপির ‘নির্বাচন বর্জনের' ঘোষণার পর কঠোর নিরাপত্তার মধ্যে নারায়ণগঞ্জে ভোট গ্রহণ শেষ হয়েছে৷ রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফুর রহমান বলেন, ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে৷ শেষ পর্যন্ত এ পরিবেশ ছিল বলেও দাবী তার৷

নির্বাচনে মেয়র পদের ছয় প্রার্থীর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত শামীম ওসমান ৯টার দিকে নারায়ণগঞ্জ বার একাডেমী সেন্টারে এবং আওয়ামী লীগের ‘বিদ্রোহী' প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ১৬ নম্বর ওয়ার্ডের শিশুবাগ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন৷ আইভী অভিযোগ করেন, কিছু কেন্দ্রে তার লোকজনকে ভয়ভীতি দেখানো হচ্ছে৷ তবে নির্বাচন সুষ্ঠু হচ্ছে বলেই মনে করেন শামীম৷

তবে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়া বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার ভোট কেন্দ্রে যাননি৷ মাছদাইলে নিজ বাড়িতে সাংবাদিকদের কাছে নির্বাচন বর্জনের ব্যাপারে কথা বলেন তিনি৷

নিবাচন কমিশনের নির্দেশনা সত্ত্বেও সেনা মোতায়েন না হওয়ায় শনিবার মধ্যরাতে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় প্রধান বিরোধী দল বিএনপি৷ নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন বলেন, এই সময়ে এসে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা অর্থহীন৷ তার ভোটও গণনা হবে৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য