নাগর্নো-কারাবাখ: যুদ্ধবিরতি লঙ্ঘনে পরস্পরকে দোষারোপ
১৮ অক্টোবর ২০২০শনিবার মধ্যরাতে দুই দেশের মধ্যে যুদ্ধবিরত কার্যকর হয়েছিল৷ আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সুসান স্টেপানিয়ান অভিযোগ করেন, যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই শেল ও রকেট হামলা করে আজারবাইজান৷
‘‘তারা আবারো যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছে৷ তারা আর্টিলারি শেল ও রকেট নিক্ষেপ করেছে,'' বলেন সুসান৷
অন্যদিকে আজারবাইজানের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য আর্মেনিয়াকে দায়ী করা হয়েছে৷ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, আর্মেনিয়া সেনারা মর্টার শেল ও আর্টিলারি নিক্ষেপ করেছে৷
তবে নতুন এ হামলার ফলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি৷
তার আগে এক যৌথ বিবৃতিতে শনিবার রাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে এমন ঘোষণা দেয় দুই দেশ৷
২৭ সেপ্টেম্বর থেকে রাশিয়ার মিত্র আর্মেনিয়া ও তুরস্কের মিত্র আজারবাইজানের মধ্যে নাগর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে সংঘাত চলছে৷ সংঘাতের ফলে এখন পর্যন্ত অন্তত ৭৫০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স৷
আরআর/এফএস (এপি,এএফপি, রয়টার্স, ডিপিএ)