1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাকাব নিষিদ্ধ করার পক্ষে ফরাসি মন্ত্রিসভা

২০ মে ২০১০

মুখ ঢাকা ভেইল বা নেকাব পরা নিষিদ্ধ করার বিষয়টি ফরাসি সরকার অনুমোদন করেছে৷ তবে দেশটির বিরোধী সোশ্যালিস্ট পার্টি শুধু মাত্র কয়েকটি স্থানে নেকাব পরা নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে৷

https://p.dw.com/p/NSM7
নাকাব পরা মুসলিম নারীছবি: AP

সম্পূর্ণ মুখ ঢাকা পরে যায় এইরকম পোশাক পরে প্রকাশ্যে বের হওয়া নিষিদ্ধ করতে যাচ্ছে ফ্রান্স৷ বিশেষ করে মহিলাদের মুখ ঢাকা বোরখা পরিধানের ওপরে নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে বুধবার ফ্রান্সের মন্ত্রিসভা ঐক্যমত্যে পৌঁছেছে৷ অর্থাৎ এইক্ষেত্রে মুসলিম মহিলাদের নাকাব ব্যবহার বা মুখ ঢাকা বোরখা পরা নিষিদ্ধ করতে চায় ফ্রান্স৷

ফরাসি মন্ত্রিসভা এই ব্যাপারে একমত হলেও, ফরাসি সংসদে বিলটি অনুমোদন করতে হবে৷ আর বিলটি সংসদে অনুমোদিত হয়ে গেলে, নাকাব বা মুখ ঢাকা বোরখা পরে পথে বের হওয়া মহিলাদের জরিমানা করা হবে৷ এবং যে সব পুরুষ মহিলাদের এই পোশাক পরতে বাধ্য করছে, তাদের কারাবাস পর্যন্ত করতে হতে পারে৷

Malaysia Schulkinder
ইসলামি পোশাকে বিদ্যালয়ের ছাত্রীরাছবি: AP

ফ্রান্সের শীর্ষ আইন কার্যালয়ের মতে, এই ব্যাপারে আইন করা হলেও, তা কাজের ক্ষেত্রে প্রয়োগ করা অত সহজ কাজ হবে না৷ যদিও ফ্রান্সের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ২০০৪ সালে মাথা ঢাকা বা হিজাব পরা আইন করেই নিষিদ্ধ করা হয়েছিল৷ তবে বিশ্ববিদ্যালয়ের মেয়েদের প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত হিজাব পরার অনুমতি রয়েছে৷ কিন্তু শিক্ষক এবং অন্যান্য সরকারি কর্মচারিরা অফিস আদালতে কোন ধরনের ধর্মীয় প্রতীক ব্যবহার করতে পারবেন না৷ ২০০৪ সালের ঐ আইন অনুযায়ী ফ্রান্সের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ইহুদিদের কিপ্পাস এবং খ্রিস্টানদের বড় ধরনের ক্রস ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা রয়েছে৷

মুখ ঢাকা ‘ভেইল' বা নাকাব পরা নিষিদ্ধ করার বিষয়টি ফরাসি সরকার অনুমোদন করেছে৷ তবে দেশটির বিরোধী সোশ্যালিস্ট পার্টি শুধু মাত্র কয়েকটি স্থানে নাকাব পরা নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে৷ তবে এরই মধ্যে চালানো জরিপে দেখা গেছে, অধিকাংশ ভোটারই নাকাব সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার পক্ষে৷ ফ্রান্সের ৬ কোটি ২০ লাখ জনগোষ্ঠির প্রায় শতকরা দশ ভাগ মুসলমান৷

বেলজিয়াম সংসদের নিম্ন কক্ষের ভোটেও সম্পূর্ণ মুখ ঢেকে রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ ব্যাপারটি সেনেটে অনুমোদন পেলে বেলজিয়ামই হবে ইউরোপে প্রথম দেশ, যেখানে মুখ সম্পূর্ণ ঢেকে রাখাকে অপরাধ হিসেবে গণ্য করা হবে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়