1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিনাইজেরিয়া

নাইজেরিয়ায় লুটপাট থামাতে কারফিউ

৩১ জুলাই ২০২৩

নাইজেরিয়ার আদামাওয়া রাজ্যে লুটপাট থামাতে সান্ধ্য আইন জারি করা হয়েছে৷ প্রেসিডেন্ট তিনুবু জ্বালানি থেকে ভর্তুকি তুলে নেয়ার পর উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যটিতে একদল মানুষ ব্যাপক লুটতরাজ চালায় ৷

https://p.dw.com/p/4Ub5N
ভর্তুকি তুলে নেয়ায় চড়া দামে জ্বালানি বিক্রি হচ্ছে কালোবাজারে
ভর্তুকি তুলে নেয়ায় চড়া দামে জ্বালানি বিক্রি হচ্ছে কালোবাজারেছবি: Sunday Alamba/AP Photo/picture alliance

পরিবেশবাদীরা ভর্তুকি প্রত্যাহারকে স্বাগত জানালেও এর প্রভাবে জ্বালানি ও অন্যান্য দ্রব্যের মূল্য বাড়ছে৷

গত ফেব্রুয়ারিতেই নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসেন তিনুবু৷তবে বিরোধীরা নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে৷ নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আতিকু আবুবকর৷ রক্ষণশীল এই মুসলিম নেতা ২৯% ভোট পেয়ে দ্বিতীয় হন৷ তার চেয়ে ৭% বেশি ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হলেও তিনুবুর এ জয় মেনে নেননি আতিকু৷

রবিবার আতিকুর নির্বাচনি এলাকা আদামাওয়া রাজ্যের রাজধানী ইয়োলার সরকারি এবং বেসরকারি গুদাম ও দোকানপাট থেকে খাদ্যপণ্যসহ বিভিন্ন সামগ্রী লুট করে নেয় এক দল মানুষ৷

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে লুটপাটের সেই দৃশ্য৷ একটি ভিডিওতে নাইজেরিয়ার জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এমইএনএ)-র খাদ্যশস্য, পাস্তা এবং অন্যান্য দ্রব্য বস্তায় ভরে নিয়ে যেতে দেখা যায় এক দল উচ্ছৃঙ্খল জনতাকে৷

বিভিন্ন বেসরকারি সংস্থা এবং পরিবেশবাদী সংগঠন দীর্ঘদিন ধরে জ্বালানি থেকে ভর্তুকি প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল৷ তিনুবু ক্ষমতায় এসেই তাদের দাবি অনুযায়ী  জ্বালানি থেকে ভর্তুকি তুলে নেন৷ পাশাপাশি নাইজেরিয়ার মুদ্রা নাইরার ওপর থেকে সব নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা প্রত্যাহার করে নেন৷ এর ফলে জ্বালানির দাম কোনো কোনো ক্ষেত্রে ৪০০% পর্যন্ত বেড়ে যায়৷ এছাড়া নাইরার দামও অনেকটা কমে যাওয়ায় আমদানিনির্ভর পণ্য ক্রয় কঠিন হয়ে পড়ে৷ এর ফলে খাদ্যপণ্যের দামও বাড়তে থাকে৷

আদামাওয়া, বর্নো এবং ইয়োবে- এই তিন রাজ্যে ইসলামি বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নাইজেরিয়ার সেনাবাহিনীর লড়াই চলছে দীর্ঘদিন ধরে৷ এ কারণে সেসব এলাকার অনেক মানুষ নিজের ঘর ছাড়তে বাধ্য হয়েছেন৷

আদামাওয়া রাজ্যে লুটপাট হলেও বাকি দুটি রাজ্যে অবশ্য পরিস্থিতি এখনো শান্ত৷

রবিবার গভর্নর আহমাদু উমারু ফিনতিরি সকাল-সন্ধ্যা সান্ধ্য আইন ঘোষণার পর থেকে আদামাওয়ার রাজধানী ইয়োলাও শান্ত বলে জানা গেছে৷

এসিবি/ কেএম (এএফি, রয়টার্স)