নাইজেরিয়ায় আত্মঘাতি হামলায় নিহত ৩০
১৭ জুন ২০১৯বর্নো প্রদেশের রাজধানী মাইদুগুরি থেকে ৩৮ কিলোমিটার দূরে অবস্থিত কোনদুগায় এই হামলা হয়েছে৷
স্থানীয়রা জানিয়েছেন, তিনজন আত্মঘাতী হামলাকারীর একজন ফুটবল খেলা দেখার হলঘরে যাওয়ার চেষ্টা করলে তাকে বাধা দেয়া হয়৷ তাই ঐ হামলাকারী হলঘরের দরজার বাইরেই বোমা ফাটান৷ এরপর হলঘরের পাশে চায়ের স্টলের সামনে থাকা অন্য দুই হামলাকারীও বোমা ফাটান৷ ফলে ফুটবল দর্শকদের হামলার লক্ষ্য থাকলেও হলঘরের বাইরে থাকা লোকজনই বেশি প্রাণ হারিয়েছেন৷
এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি৷ তবে হামলার ধরনের সঙ্গে জিহাদি গোষ্ঠী বোকো হারামের চালানো হামলার মিল রয়েছে৷ উত্তরপূর্ব নাইজেরিয়ায় একটি ইসলামি রাষ্ট্র গঠনের লক্ষ্য গত এক দশক ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে বোকো হারাম৷
গত কয়েকমাসের মধ্যে রবিবারের হামলাটি ছিল সবচেয়ে ভয়াবহ৷ গতবছরের জুলাই মাসে একটি মসজিদে বোকো হারামের হামলায় আট মুসল্লি নিহত হয়েছিলেন৷
বোকো হারামের হামলায় এখন পর্যন্ত ২৭ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন৷ গৃহহীন হয়েছেন প্রায় ২০ লাখ৷
জেডএইচ/কেএম (এএফপি, রয়টার্স)