1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাইজেরিয়াতে বড়দিনে গির্জায় বোমা হামলা

২৫ ডিসেম্বর ২০১১

এক বছর আগে বড়দিনের আগের দিন, যাকে ক্রিসমাস ইভ বলা হয়, সেসময় নাইজেরিয়ার একটি ক্যাথেলিক গির্জায় বোমা হামলার ঘটনা ঘটেছিল৷ এবার আবারো গির্জায় বোমা হামলা হলো৷ তবে এবার ক্রিসমাসের দিন৷

https://p.dw.com/p/13Z6r
বোমার আঘাতে দুমড়ে মুড়ড়ে যাওয়া গাড়িছবি: dapd

সকালে প্রার্থনা চলাকালে এই হামলার ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ রাজধানী আবুজা থেকে ৪০ কিলোমিটার দূরের শহর ‘মাডালা'য় এই হামলা হয়েছে৷ এছাড়া জস শহরের আরেকটি গির্জাতেও বোমা হামলা হয়েছে৷ এতে এক পুলিশ কর্মকর্তা মারা গেছেন বলে জানা গেছে৷ উল্লেখ্য, গত বছরের হামলার ঘটনাটি এই জস'এই ঘটেছিল৷ এছাড়া নাইজেরিয়া জুড়ে আরও তিনটি বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে৷

ইসলামি জঙ্গি গোষ্ঠী বোকো হারাম এই বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে৷ আবুল কাকা নামের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছে, ‘আজকেরটা সহ গত কদিনে যেসব হামলা হয়েছে সেগুলো আমরাই করেছি৷ সামনেও এ ধরণের হামলা আমরা করবো৷''

উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরেই বোকো হারাম নাইজেরিয়ায় বোমা হামলা করে আসছে৷ তাদের দাবি, নাইজেরিয়ায় ইসলামি আইন চালু করা৷ উল্লেখ্য, দেশটিতে মুসলমান ও খ্রিস্টানের সংখ্যা প্রায় সমান৷

Verletzte bei Anschlägen auf Kirchen in Suleja Nigeria Afrika
বোমায় আহত একজন চিকিৎসা নিচ্ছেনছবি: dapd

‘বোকো হারাম' গোষ্ঠীটি অনেকটা আফগানিস্তানের জঙ্গি গোষ্ঠী তালেবানের মতো৷ বোকো হারাম কথাটির মানে হলো - ‘পশ্চিমা শিক্ষায় শিক্ষিত হওয়া গোনাহর কাজ'৷

এ বছরের আগস্টে নাইজেরিয়ার জাতিসংঘের কার্যালয়ে প্রথনবারের মতো আত্মঘাতী হামলা চালিয়েছিল বোকো হারাম৷ ঐ ঘটনায় কমপক্ষে ২৩ জন মারা গিয়েছিল৷ বিভিন্ন মানবাধিকার সংস্থার হিসেবে, বোকো হারামের চালানো বিভিন্ন হামলায় গত বছরের জুলাই থেকে এখন পর্যন্ত প্রায় আড়াইশো ব্যক্তি নিহত হয়েছে৷ ভ্যাটিকান নাইজেরিয়ায় বোমা হামলার নিন্দা জানিয়েছে৷

এদিকে ক্রিসমাস উপলক্ষ্যে পোপ ষোড়শ বেনেডিক্ট এক বার্তা দিয়েছেন৷ সেখানে তিনি ‘হর্ণ অব আফ্রিকা'র দুর্ভিক্ষপীড়িত মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন৷ এছাড়া সিরিয়ায় রক্তপাত বন্ধে উদ্যোগ নেয়ার জন্যও আহ্বান জানিয়েছেন পোপ৷ তিনি আশা করেন, এবছরের ‘আরব বসন্ত' সাধারণ মানুষের জন্য ভাল বার্তা বয়ে আনবে৷ পোপ তাঁর বার্তায় থাইল্যান্ড ও ফিলিপাইনের বন্যার্তদের জন্য প্রার্থনা করেছেন৷ এছাড়া মিয়ানমারের সমস্যার সমাধানের জন্য আরও আলোচনা করার উপর জোর দিয়েছেন৷ তবে পোপ সবচেয়ে কড়া কথা শুনিয়েছেন যুদ্ধ বিষয়ে৷ বিশেষ করে, ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে যে অচলাবস্থা বিরাজ করছে তা নিয়ে চিন্তিত পোপ৷ নতুন রাষ্ট্র দক্ষিণ সুদান নিয়ে মন্তব্য করেছেন তিনি৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য