সবচেয়ে বড় কাঠের বাড়ি
৩০ মে ২০১৯নরওয়ের ব্রিমুনডাল উপত্যকায় মিয়োসা হ্রদের তীরে কাঠের তৈরি ১৮ তলার ভবনটির উচ্চতা সাড়ে পঁচাশি মিটার৷ গোটা বিশ্বে অন্য কোথাও এত বড় কাঠের বাড়ি নেই৷ এই প্রকল্প আবাসন ব্যবসায়ী আর্তুর বুখার্ট-এর ব্যক্তিগত স্বপ্ন ছিল৷ তিনি বলেন, ‘‘কাঠ দিয়ে কী করা সম্ভব, এই ভবন তার প্রতীক৷ জটিল ভবন, বহুতল ভবনও বটে৷ আমাদের কার্বন নির্গমন কমাতে হবে৷ ইস্পাত ও কংক্রিটের তুলনায় এই ভবন ৬০ শতাংশ কম সিওটু নির্গমন করে৷ নির্মল ও আরও স্পষ্ট এই ভাবনা মানুষ ও প্রকৃতির স্বাস্থ্যের জন্যও ভালো৷’’
১৫ তলায় লাইফ আটলে ভিকেন-এর একটি ফ্ল্যাট রয়েছে৷ চারিপাশে কাঠের সংস্পর্শ তিনি খুবই উপভোগ করেন৷ লাইফ বলেন, ‘‘এভাবে কাঠের অনুভূতি, তার গন্ধ পাওয়া যায়৷ এত কাঠ যেন মনে আবেশ এনে দেয়৷ কাঠ জীবন্ত, ইস্পাত ও কংক্রিট মৃত৷ তাই মনে হয় এই ভবনটি যেন আপনার সঙ্গে বেঁচে রয়েছে৷’’
বহু বছরের মৌলিক গবেষণার মাধ্যমে এই ভবনটিকে তীব্র বাতাস ও চরম আবহাওয়ার ধাক্কা থেকে সুরক্ষিত রাখার ব্যবস্থা করা হয়েছে৷ কাঠ দিয়ে নির্মাণে পারদর্শী একটি কোম্পানি বাড়িটি ডিজাইন করেছে৷
প্রকল্পের সমন্বয়ক ও্যস্টেন এলিগসাস স্থাপত্যের ক্ষেত্রে একেবারে নতুন এই প্রচেষ্টায় শামিল ছিলেন৷ তিনি বলেন, ‘‘এর আগে আমরা কখনো এমন কাজ করি নি৷ তাই এটা যে সম্ভব, সেই বিশ্বাস রাখা জরুরি ছিল৷ অনেক পরিশ্রম ও বিনিদ্র রজনীর পর আমরা সঠিক দিশা দেখতে পেয়েছি৷ এত হালকা উপকরণই ছিল সবচেয়ে বড় সমস্যা৷ বাতাসের ধাক্কা, বাইরের সব শক্তি ভবনটিকে হেলিয়ে দিতে বা তা স্থানান্তর করতে পারতো৷’’
ভবনটির ভার সামলাতে থামগুলি মাটির আরও গভীরে বসাতে হয়েছে৷ অগ্নিনির্বাপক ব্যবস্থাও বড় বিষয় ছিল৷ মোটা কাঠের থামগুলি এমনকি ইস্পাতের তুলনায়ও আরও বেশিক্ষণ আগুনের শিখা সামলাতে পারে৷ কাঠ দিয়ে নির্মাণের ক্ষেত্রে এটাও বড় সুবিধা৷
ভিয়েনা শহরেও ৮৪ মিটার উঁচু একটি কাঠের বহুতল তৈরি করা হচ্ছে৷ ফ্রান্সের বোর্দো শহরেও পরিবেশবান্ধব কাঠ দিয়ে একটি গোটা বসতি গড়ে তোলা হচ্ছে৷ লন্ডন শহরে স্থপতিরা প্রায় ৩০০ মিটার উঁচু ওক কাঠের ভবন পরিকল্পনা করছেন৷ নরওয়ের প্রকল্পের সমন্বয়ক ও্যস্টেন এলিগসাস মনে করেন, ‘‘এমন প্রবণতা পরিবেশবান্ধব নির্মাণের প্রতীক বলে আমি মনে করি৷ পরিবেশের কথা ভাবতে হবে৷ ভবিষ্যতে নির্মাণের ক্ষেত্রে কাঠ পরিবেশবান্ধব উপকরণ হতে পারে৷ শুধু উঁচু ভবন নয়, যে কোনো বাড়িতেই তা ব্যবহার করা যায়৷’’
কাঠের এই বহুতল ভবনে হোটেল ও কনফারেন্স রুমও রয়েছে৷ এখনো পর্যন্ত কাঠের তৈরি বহুতল ভবন ব্যতিক্রম রয়ে গেছে৷ কিন্তু মিয়োসা টাওয়ারকে ভবিষ্যতের ফ্ল্যাটবাড়ির ভালো দৃষ্টান্ত হিসেবে গণ্য করা যেতে পারে৷
গেয়ারহার্ড সনলাইটনার/এসবি