1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নববর্ষের আনন্দে রঙিন ‘বৈসাবি’ এখন পাহাড়জুড়ে

১২ এপ্রিল ২০১১

বাংলাদেশের পার্বত্যাঞ্চলে আজ থেকে শুরু হচ্ছে আদিবাসীদের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বৈসাবি৷ ত্রিপুরা সম্প্রদায় এই উৎসবকে বৈসু, মারমা সম্প্রদায়ের সাংগ্রাই ও চাকমারা বিজু নামে এই উৎসবটি পালন করে আসছে৷

https://p.dw.com/p/10reZ
কাপ্তাই লেক, রাঙ্গামাটিছবি: DW

পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণের জন্য মূলত এই উৎসব৷

প্রতিবছর বৈসাবি আনন্দে একাকার হয়ে যায় পাহাড়ি ও বাঙ্গালি মানুষ৷ পার্বত্য চট্টগ্রাম পরিণত হয় সাম্প্রদায়িক সম্প্রীতির মিলন মেলায়৷ চাকমারীতি অনুযায়ী আজ ১২ এপ্রিল ভোরে নদীর পানিতে ফুল ভাসিয়ে আনুষ্ঠানিকভাবে ফুলবিজু উৎসব হবে৷ আজ পাহাড়ি তরুণ-তরুণী ও কিশোর-কিশোরীরা পাহাড়ি গ্রামগুলোতে লেক ও ঝর্ণার পানিতে ফুল ভাসাবে৷ আগামীকাল পাহাড়িদের ঘরে ঘরে উৎসবের মূল আয়োজন৷ যাকে বলা হয় মূলবিজু এবং তৃতীয় দিন অর্থাৎ ১৪ই এপ্রিল পয়লা বৈশাখের দিন অনুষ্ঠিত হবে গোজ্যেপোজ্যে৷

পার্বত্য এই রঙিন উৎসবকে ঘিরে তিনটি পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে চলছে নানা আয়োজন৷ পাহাড়ের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ৷ বৈসাবি উৎসবটিকে আনন্দমুখর করতে পার্বত্যাঞ্চলে জেলা, উপজেলা ও গ্রাম ভিত্তিক কর্মসূচি পালিত হচ্ছে৷ পুরনো বছরের সব দুঃখ, বেদনা, গ্লানি, ব্যর্থতা ধুঁয়ে-মুছে এখন শুধু উৎসব মেতে ওঠার দিন৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়