নতুন বছরে নতুন প্রতিজ্ঞায় বিশ্ব নেতারা
নতুন বছর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব নেতারা৷ জানিয়েছেন নতুন বছর নিয়ে তাঁদের ভাবনা ও প্রতিজ্ঞার কথাও৷ নববর্ষ উপলক্ষে দেয়া বিশ্ব নেতাদের বার্তা নিয়ে আজকের ছবিঘর...
সমন্বিত পদক্ষপের আহ্বান ম্যার্কেলের
জলবায়ু পরিবর্তন, শরণার্থী সংকটসহ বিশ্বব্যাপী চলমান নানাবিধ রাজনৈতিক সমস্যার সমাধানে বিশ্ব নেতাদের একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ নতুন বছর উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এ আহ্বান জানান৷
‘‘চলুন একতাবদ্ধ হই’’ মাক্রোঁ
ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে দেশের জনগণকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান৷ ‘‘আমি বিভাজনে বিশ্বাসী নই৷ চলুন আমরা সহিংসতা পরিহার করে সামনে এগিয়ে যাই’’ বলেন তিনি৷
ব্রেক্সিটের বাস্তবায়ন চান টেরেসা মে
নববর্ষ উপলক্ষে দেয়া ভাষণে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে ব্রেক্সিট পরিকল্পনা বাস্তবায়নের উপর জোর দেন৷ ব্রেক্সিট বিষয়ে সকল আলোচনা-সমালোচনা পিছনে ফেলে সকলে মিলে দেশের জন্য একটি সুন্দর অধ্যায়ের সূচনা করতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি৷
জীবনমান উন্নয়নের প্রতিজ্ঞা পুটিনের
রাশিয়ার জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা হবে ২০১৯ সালের অন্যতম লক্ষ্য– নববর্ষ উপলক্ষে দেয়া ভাষণে এ কথা বলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন৷ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে পুটিন বলেন ‘‘একটি সম্মিলিত চেষ্টার মাধ্যমে আমরা ইতিবাচক পরিবর্তন আনতে পারবো৷’’
নিজেদের অর্জনকে স্মরণ করলেন শি জিনপিং
গেল বছরে চীনের অর্থনৈতিক ও সামাজিক অর্জনের কথা উল্লেখ করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, ‘‘২০১৮ সালে আমরা চীনকে বিশ্বের দরবারে তুলে ধরেছি৷’’
টুইটারে ডোনাল্ড ট্রাম্প
নববর্ষ উপলক্ষে বেশ কয়েকটি টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এক টুইটে তিনি সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারের বিষয়ে ব্যাখ্যা দেন এবং জনগণকে নতুন বছরের শুভেচ্ছা জানান৷
নতুন বছরে মোদীর বার্তা
নববর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইট বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে৷ নতুন বছরে সকলের স্বপ্ন পূরণ হোক– এই কামনাও করেছেন তিনি৷
শুভেচাছা-বার্তা ইমরান খানের
এক টুইট বার্তায় সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমনাত্রী ইমরান খান৷ এ সময় দেশটির দারিদ্র্য, দুর্নীতি, অশিক্ষা ও অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি৷
শুভেচ্ছা নয়, হুমকি
শুভেচ্ছা জানানোর পরিবর্তে হুমকি দিয়েই নতুন বছর শুরু করলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন৷ তিনি অবিলম্বে কোরিয়ান উপদ্বীপে চলমান দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহরা বন্ধের আহ্বান জানান৷