নতুন ফুটবল কোচকে ঘিরে স্বপ্ন দেখছে বাংলাদেশ
১৫ জুন ২০১১আর ক'দিন পরেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বিশ্বকাপ প্রাক-বাছাই পর্বের খেলা রয়েছে৷ এসময় গত ২ জুন আগের কোচ ক্রোয়েশিয়ার রবার্ট রুবচিচ চলে যাওয়ায় বাংলাদেশ ফুটবল দলে সংকট দেখা দেয়৷ আর এই সংকট উত্তরণের জন্য ম্যাসিডোনিয়ার সাবেক কোচ জর্জি ইয়োভানোভস্কিকে নিয়োগ দিলো বাংলাদেশ৷
বাংলাদেশের বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সেকান্দর আলী বললেন, ‘‘নতুন কোচকে হাই প্রোফাইল বলা হচ্ছে এই কারণে যে তিনি ম্যাসিডোনিয়ায় জাতীয় দলের সঙ্গে কাজ করছেন ২০০১ ও ২০০২ সালে৷ এছাড়া রাশিয়া, বুলগেরিয়া, ইংল্যান্ড, তুরস্ক, কোরিয়া এইসব দেশের স্থানীয় ক্লাবগুলোর সঙ্গেও কাজ করেছেন৷ এক রেডিও জরিপে তিনি দু'বার ম্যাসিডোনিয়ার সেরা কোচ হিসেবে নির্বাচিত হয়েছেন৷ সেই থেকে ধরে নেওয়া যায় যে তিনি বাংলাদেশে এ যাবতকালের ভালো কোচদের অন্যতম৷''
এক বছরের জন্য ইয়োভানোভস্কি বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পালন করবেন৷ ২০ জুন তিনি ঢাকায় আসবেন৷ মূলত তাকে ঘিরে বাংলাদেশ ফুটবল এখন স্বপ্ন দেখছে যে, ভালো একটা অবস্থানে হয়ত এবার বাংলাদেশকে নিয়ে যাওয়া সম্ভব হবে৷ বিশেষ করে পাকিস্তানে যে খেলা হতে যাচ্ছে সেই ম্যাচের জন্য নতুন কোচ তৈরি করবেন বাংলাদেশ দলকে৷
ক্রীড়া সাংবাদিক সেকান্দর আলী বলেন: ‘‘তবে তিনি আরো আগে আসলে ভালো হতো৷ আগের কোচ রুবচিচ চাচ্ছিলেন না যে, পাকিস্তানে গিয়ে বাংলাদেশ বিশ্বকাপের বাছাই পর্বের জন্য খেলুক৷ কারণ হিসেবে তিনি বলেছিলেন, পাকিস্তানের অস্থিতিশীল পরিবেশ এবং সন্ত্রাস৷ এজন্য তিনি ফিফাকে অনুরোধও করেছিলেন৷ কিন্তু ফিফা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুরোধে সাড়া না দেওয়ায় শেষ পর্য়ন্ত পাকিস্তানে যেতেই হচ্ছে বাংলাদেশকে৷ ধারণা করা হচ্ছে নতুন কোচ পাকিস্তানে সফরে যাচ্ছেন৷ তবে তার যাওয়াটা নিশ্চিত করা যাচ্ছেনা এই মুহূর্তে৷ আসলে তিনি বাংলাদেশে আসার পরই সবকিছু বোঝা যাবে৷''
প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক