নতুন নির্বাচন কমিশন গঠিত
২৬ ফেব্রুয়ারি ২০২২বিজ্ঞাপন
নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ছাড়াও কমিশনে একজন বিচারক, দু'জন সাবেক সরকারি কর্মকর্তা ও একজন সাবেক সেনা কর্মকর্তা৷ তারা হলেন, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, এবং অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান৷
সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে এই কমিশন নিয়োগ দেয়া হয়৷ এই কমিশনের অধীনে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে৷
সিইসি কাজী হাবিবুল আউয়াল সবশেষ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন৷
জেডএ/এডিকে (বাসস)