ভারতে ভোভেরাইট
২৭ মার্চ ২০১২ভোভেরাইট বলেন, এইসব ক্ষেত্রে সহযোগিতার যে বিপুল সম্ভাবনা রয়েছে বার্লিন ও দিল্লি তার পূর্ণ সদ্ব্যবহার করতে পারে৷ পরিকাঠামোর উন্নতি দিল্লির কাছে এক বিরাট চ্যালেঞ্জ৷ আর বার্লিনকেও একসময় এই ধরণের চ্যালেঞ্জের সন্মুখীন হতে হয়েছিল৷ ২২ বছর আগে, সে সময় তখনও বার্লিন প্রাচীরের পতন হয়নি৷ তবে বর্তমানে বার্লিন সেটা কাটিয়ে উঠেছে, বলেন মেয়র ক্লাউস ভোভেরাইট৷ অর্থনীতি, জ্ঞানবিজ্ঞান ও উদ্ভাবনী শক্তিতে বার্লিন আজ সামনের সারিতে উঠে এসেছে৷
বার্লিনের মেয়র দিল্লির মুখ্যমন্ত্রী, উপ-রাজ্যপাল এবং কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন৷ উদ্বোধন করেন দিল্লির ‘কনট প্লেস'-এর সেন্ট্রাল পার্কে ‘বাডি বেয়ার্স' শিল্প প্রদর্শনীর৷ বাডি বেয়ার্স বা ‘বন্ধু ভাল্লুক' হলো সহিষ্ণুতার প্রতীক৷
এছাড়া দুই শহরের মধ্যে অর্থনৈতিক, সাংস্কৃতিক ও পর্যটনের সুযোগ নিয়ে মত বিনিময় করেন বার্লিনের শিল্প ও বণিক সংঘের সভাপতি এরিক সোয়েটৎজার৷
প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি
সম্পাদনা: দেবারতি গুহ