রোহিঙ্গা কাণ্ড
১৫ জুন ২০১২গত দু'দিনে মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে বাংলাদেশের টেকনাফ এলাকায় ঢুকে পড়া অন্তত ২০০ রোহিঙ্গা শরণার্থীকে সেদেশে ফেরত পাঠানো হয়েছে৷ রাখাইন প্রদেশে জাতিগত দাঙ্গা শুরু হওয়ার পর থেকে কক্সবাজার ও টেকনাফ সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের পাহারা জোরদার করা হয়েছে৷ পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি গতকাল জাতীয় সংসদে এ ব্যাপারে বক্তব্য দেয়ার পর আজ আবারো বলেছেন, মিয়ানমারের কোনো শরণার্থীকে নিতে পারছেনা বাংলাদেশ৷
মিয়ানমারে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত আশফাকুর রহমান পররাষ্ট্রমন্ত্রীকে সমর্থন করে বলেন, এটি মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা৷ এখানে বাংলদেশের কিছু করার নেই৷ তিনি ইউএনএইচসিআর-এর ভূমিকারও সমালোচনা করেন৷
তবে বিরোধী দল বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিষয়টি মানবিক দিক দিয়ে বিবেচনা করা উচিত৷
সরকারি হিসাব অনুযায়ী, বাংলাদেশে আগে থেকেই মিয়ানমারের ২৯ হাজার রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছেন৷ বাস্তবে এই সংখ্যা অনেক বেশি৷ অনেক উদ্যোগের কথা বলা হলেও মিয়ানমার তাদের এখনো ফেরত নেয়নি৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ