1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোহিঙ্গা কাণ্ড

১৫ জুন ২০১২

মিয়ানমারের নতুন কোনো রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশে ঢুকতে না দিতে শক্ত অবস্থান নিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়৷ তবে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিষয়টির মানবিক দিকও বিবেচনা করা উচিত৷

https://p.dw.com/p/15FqB
ছবি: dapd

গত দু'দিনে মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে বাংলাদেশের টেকনাফ এলাকায় ঢুকে পড়া অন্তত ২০০ রোহিঙ্গা শরণার্থীকে সেদেশে ফেরত পাঠানো হয়েছে৷ রাখাইন প্রদেশে জাতিগত দাঙ্গা শুরু হওয়ার পর থেকে কক্সবাজার ও টেকনাফ সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের পাহারা জোরদার করা হয়েছে৷ পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি গতকাল জাতীয় সংসদে এ ব্যাপারে বক্তব্য দেয়ার পর আজ আবারো বলেছেন, মিয়ানমারের কোনো শরণার্থীকে নিতে পারছেনা বাংলাদেশ৷

Rohingya in Bangladesch
শরণার্থী শিবিরে রোহিঙ্গারাছবি: AP

মিয়ানমারে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত আশফাকুর রহমান পররাষ্ট্রমন্ত্রীকে সমর্থন করে বলেন, এটি মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা৷ এখানে বাংলদেশের কিছু করার নেই৷ তিনি ইউএনএইচসিআর-এর ভূমিকারও সমালোচনা করেন৷

তবে বিরোধী দল বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিষয়টি মানবিক দিক দিয়ে বিবেচনা করা উচিত৷

সরকারি হিসাব অনুযায়ী, বাংলাদেশে আগে থেকেই মিয়ানমারের ২৯ হাজার রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছেন৷ বাস্তবে এই সংখ্যা অনেক বেশি৷ অনেক উদ্যোগের কথা বলা হলেও মিয়ানমার তাদের এখনো ফেরত নেয়নি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য