1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘নটবর নট আউট’ ছবি জুড়েই রবীন্দ্রনাথ

৪ নভেম্বর ২০১০

দুই বাংলারই চলচ্চিত্র জগতে রবীন্দ্রনাথের কবিতা ও গানের ব্যবহার বহুকাল ধরেই হয়ে আসছে৷ তবে এই প্রথম কবিগুরু নিজেই ছবির বিষয়বস্তু হতে চলেছেন৷

https://p.dw.com/p/Pxwr

ছবির নাম ‘নটবর নট আউট'৷ পরিচালক কলকাতার বিজ্ঞাপন ছবি নির্মাতা অমিত সেন৷ এটাই তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র৷ আগামী বছর রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধ জন্ম শতবর্ষ উপলক্ষ্যে মুক্তি পাবে এই ছবি৷

উত্তর কলকাতায় আজও জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি পর্যটক ও সংস্কৃতিমনস্ক মানুষের কাছে বড় আকর্ষণ৷ সেখানেই রবীন্দ্রনাথের জন্ম ও জীবনের অনেকটা সময়ই তিনি সেখানেই কাটিয়েছেন৷ ছবির পটভূমিকাও উত্তর কলকাতা৷ গোটা ছবি জুড়েই রবীন্দ্রনাথের উপস্থিতি৷

পরিচালক অমিত সেন, মনে করিয়ে দিলেন, যে মৃত্যুর প্রায় ৭০ বছর পরেও বাঙালি সত্তায় রবীন্দ্রনাথের অস্তিত্ব অনস্বীকার্য৷ পুরাতন ও নবীন – দুই প্রজন্মেরই কবি, লেখক ও শিল্পীদের এখনো প্রেরণা জুগিয়ে চলেছেন তিনি৷ ছবির মেজাজ হাল্কা হলেও রবীন্দ্রনাথকে মোটেই খাটো করে দেখানো হচ্ছে না ছবিতে, দাবি পরিচালকের৷ মানুষ সপরিবারে এই ছবি দেখে নির্ভেজাল আনন্দ পাবেন বলে মনে করেন অমিত সেন৷ অভিনেতাদের মধ্যে রয়েছেন রাইমা সেন, মুস্তফা প্রকাশ, রমাপ্রসাদ বণিক৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক