‘ধূমপানের কয়েক মিনিটের মধ্যেই ক্ষতি শুরু হয়’
১৬ জানুয়ারি ২০১১কয়েকজন মার্কিন বিজ্ঞানী এই গবেষণাটি করেছেন৷ যেটা প্রকাশিত হয়েছে ‘ক্যামিকেল রিসার্চ ইন টক্সিকোলজি'তে৷ যুক্তরাষ্ট্রের জাতীয় ক্যান্সার ইন্সটিটিউটের আর্থিক সহায়তায় গবেষণাটি হয়েছে৷
গবেষকরা বলছেন, সিগারেট সেবনের ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যেই শরীরে ধ্বংস প্রক্রিয়া শুরু করে৷ মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিফেন হেশট বলছেন, যারা ধূমপান শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই গবেষণার ফল একটা সতর্কতামূলক বার্তা বয়ে আনবে৷
আর ধূমপান বিরোধী সংগঠন ‘অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেল্থ' বা অ্যাশ এর পরিচালক মার্টিন ডকরেল বলছেন, ‘‘মোটামুটি সবাই জানে যে, ধূমপানের কারণে ফুসফুসের ক্যান্সার হয়৷ কিন্তু সাম্প্রতিক এই গবেষণায় চমকানোর মতো যে খবর বেরিয়ে এসেছে সেটা হলো, শরীর ক্ষতি হওয়ায় কাজটি ত্রিশ বছর পরে নয়, মাত্র ত্রিশ মিনিটেই শুরু হয়ে যায়৷''
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: রিয়াজুল ইসলাম