1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছবি মুক্তি দিলেন না অ্যালেন

১০ অক্টোবর ২০১৩

রোম্যান্টিক কমেডি মুভি ‘মিডনাইট ইন প্যারিস'-এর কথা মনে আছে? বছর দুয়েক আগে মুক্তি পাওয়া এই ছবির একটা চরিত্রে ফ্রান্সের তখনকার ফার্স্ট লেডি কার্লা ব্রুনি অভিনয় করেছিলেন৷ ছবির পরিচালক ছিলেন উডি অ্যালেন৷

https://p.dw.com/p/19wXU
** ARCHIV ** Woody Allen, fotografiert am 17. Mai 2008 in Cannes. Woody Allen hat wieder einmal seinem Zorn ueber die gewinnorientierte amerikanische Filmindustrie Luft gemacht. "In den USA gibt es viele talentierte Leute, aber sie haben grosse Probleme, ihre Filme zu realisieren. Es ist ein Verbrechen, wie schwer man es diesen Regisseuren macht", sagte Allen der "Frankfurter Rundschau", Mittwoch, 4. Juni 2008. (AP Photo/Francois Mori) --- ** FILE ** American director Woody Allen arrives to the premiere of the film "Vicky Cristina Barcelona" during the 61st International film festival in Cannes, southern France, on Saturday, May 17, 2008. (AP Photo/Francois Mori)
ছবি: AP

শুধু পরিচালক নয়, ৭৭ বছর বয়সি এই মার্কিনির পরিচয় অনেক৷ লেখক, অভিনেতা, কমেডিয়ান আর মিউজিশিয়ান হিসেবেও তিনি বেশ জনপ্রিয়৷ অ্যানি হিল (১৯৭৭), ম্যানহাটান (১৯৭৯), হানাহা অ্যান্ড হার সিস্টার (১৯৮৬) – এসব হলো তাঁর কিছু বিখ্যাত ছবির নাম৷

এখন পর্যন্ত ২৩ বার অস্কারের জন্য মনোনয়ন পেয়ে চারবার সেটা জয় করেছেন৷ সেই অ্যালেন এবার আলোচনায় এলেন তাঁর শেষ মুভি ‘ব্লু জ্যাসমিন'-এর জন্য৷ চলতি বছরের জুলাই মাসের ২৬ তারিখে নিউ ইয়র্ক আর লস অ্যাঞ্জেলসে মুক্তি পাওয়া ছবিটি শুক্রবার ভারতের ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল৷ কিন্তু বেঁকে বসেছেন অ্যালেন নিজেই৷ কারণ ভারতীয় আইন অনুযায়ী সিনেমা হল বা টিভিতে দেখানো কোনো মুভি বা অনুষ্ঠানে ধূমপান দৃশ্যের সময় সেখানে সতর্কীকরণ বার্তা দেখানো বাধ্যতামূলক৷ অ্যালেনের আপত্তি সেখানেই৷ কারণ তাঁর মতে, যখনই এ ধরনের বার্তা দেখানো হয় তখনই দর্শকদের চোখ তখন চলচ্চিত্রটি থেকে সেই বার্তার দিকে চলে যায়!

ভারতে ‘ব্লু জ্যাসমিন' মুক্তি দেয়ার দায়িত্বপ্রাপ্ত কোম্পানি পিভিআর পিকচার্স-এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা দীপক শর্মা বলছেন, ‘‘আইন মানতে গিয়ে নিজের ছবিতে ‘কাস্টমাইজেশনস' মেনে নিতে চাননি অ্যালেন৷ আর আমরাও ভারতীয় আইন মানতে বাধ্য৷''

উল্লেখ্য, মুভিতে দুবার ধূমপানের দৃশ্য রয়েছে৷ ইতিমধ্যে ছবিটি বেশ প্রশংসা কুড়িয়েছে৷ বিশেষ করে ‘জ্যাসমিন' চরিত্রে অভিনয়কারী অস্কারজয়ী অভিনেত্রী ক্যাট ব্ল্যানচেট-এর অভিনয় নজড় কেড়েছে সবার৷

জেডএইচ/ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য