স্পেনে যৌন নিপীড়ন, বিক্ষোভ
২৭ এপ্রিল ২০১৮২০১৬ সালের জুলাই মাসে স্পেনের পাম্পলোনায় বাৎসরিক ষাঁড়ের দৌড় উৎসবের সময় আলোচিত এই ঘটনাটি ঘটেছিল৷ মামলার সাক্ষ্য বলছে, অভিযুক্ত ব্যক্তিরা ১৮ বছরের ঐ তরুণীকে তাঁর গাড়ি পর্যন্ত পৌঁছে দেয়ার প্রস্তাব দিয়েছিল৷ তবে তা না করে সাত মিনিট পর অভিযুক্তরা তরুণীটিকে জোর করে পাশের এক ভবনে নিয়ে গিয়েযৌন নিপীড়ন চালায়৷ সেই সময় তারা ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করে৷ যাওয়ার সময় মেয়েটির ফোনও নিয়ে যায় অভিযুক্তরা৷
এরপর অভিযুক্তরা হোয়াটস অ্যাপের একটি গ্রুপে সেদিনের সেই ঘটনার ভিডিও সগর্বে শেয়ার করেছিল বলেও জানা গেছে৷ অভিযুক্তদের মধ্যে একজন পুলিশ সদস্যও ছিলেন, যাকে পরে বরখাস্ত করা হয়৷ একজন সাবেক সেনাসদস্যও রয়েছে অভিযুক্তদের মাঝে৷ অভিযুক্তরা একে অপরের বন্ধু এবং সবাই সেভিয়ার বাসিন্দা৷
ঘটনার দিন দুই ব্যক্তি মেয়েটিকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করেন৷ সেই সময় মেয়েটি কাঁদছিল৷
মামলা চলার সময় অভিযুক্তরা জানায়, যৌনমিলনে মেয়েটির সম্মতি ছিল৷ অভিযুক্তদের আইনজীবী ঘটনার পর মেয়েটির আচরণ, যার মধ্যে এক পার্টিতে তাঁর অংশগ্রহণের ভিডিও-ও আছে, নিয়ে কিছু প্রমাণ আদালতে উপস্থিত করেন৷ এক গোয়েন্দার মাধ্যমে এই প্রমাণ জোগাড় করা হয়েছিল৷ এমন গোয়েন্দা থেকে প্রাপ্ত প্রমাণাদি আদালত গ্রহণ করতে সম্মত হওয়ায় সেই সময় বিভিন্ন নারীবাদী গোষ্ঠী প্রতিবাদও জানিয়েছিল৷
বৃহস্পতিবার মামলার রায় ঘোষণার সময় পাম্পলোনার আদালত প্রাঙ্গনে অনেকে জড়ো হয়েছিলেন৷ আদালত ঐ অভিযুক্তদের গণধর্ষণের অভিযোগ থেকে রেহাই দেয়ার ঘোষণা দিলে রায়ের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়৷ এই সময় লোকজন ‘‘এটি যৌন নিপীড়ন নয়, ধর্ষণ'' বলে শ্লোগান স্পেনদিতে থাকে৷
উল্লেখ্য, অভিযুক্তদের বিরুদ্ধে দেয়া যৌন নিপীড়নের রায়ের অর্থ হচ্ছে, ঐ ঘটনার সঙ্গে ‘সহিংসতা ও ভয় দেখানোর' কোনো বিষয় ছিল না৷
আদালতের এই রায়ের বিরুদ্ধে বৃহস্পতিবার স্পেনের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে৷ দেশটির বিচারমন্ত্রী রাফায়েল কাতালা বলেছেন, ১৯৯৫ সালে প্রণয়ন করা যৌন নিপীড়ন আইনের সংস্কার নিয়ে আলোচনা করার এখনই সময়৷ উপ-প্রধানমন্ত্রী বলেছেন, বিচারকদের রায়কে সম্মান করতে হবে, তবে ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখন থেকেই চিন্তা-ভাবনা শুরু করতে হবে৷
উল্লেখ্য, মেয়েটির পক্ষের আইনজীবীরা অভিযুক্তদের বিরুদ্ধে ২২ বছরের সাজা চেয়েছিলেন৷ কিন্তু আদালত তাঁদের নয় বছরের কারাদণ্ড দিয়েছে৷ পাশাপাশি মেয়েটিকে ৫০ হাজার ইউরো দেয়ার নির্দেশ দিয়েছে৷
জেডএইচ/এসিবি (এএফপি, এপি, রয়টার্স)