1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দ্য বব্স-এ অংশ নিতে চাইলে

আরাফাতুল ইসলাম৫ মার্চ ২০১৫

ডয়চে ভেলের দ্য বব্স প্রতিযোগিতার মনোনয়ন গ্রহণ চলছে এখন৷ এই পর্যায়ে যে কেউ নিজেকে কিংবা পছন্দের প্রার্থীকে প্রতিযোগিতায় উল্লেখিত বিভাগগুলোর জন্য মনোনয়ন জমা দিতে পারেন৷ মনোনয়ন প্রক্রিয়া বেশ সহজ৷

https://p.dw.com/p/1EmHG
The Bobs 2015

ডয়চে ভেলের ‘দ্য বব্স – বেস্ট অফ অনলাইন অ্যাক্টিভিজম'-এর ১১তম আসর চলছে এখন৷ এই পর্যায়ে এসে প্রতিযোগিতার মিশ্র ভাষা বিভাগগুলো কমিয়ে আনা হয়েছে৷ এখন তিনটি মিশ্র ভাষা বিভাগে প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ রয়েছে, যেগুলোতে ‘জুরি অ্যাওয়ার্ড' অর্জন সম্ভব৷ আর এসব বিভাগে এখন চলছে মনোনয়ন জমা দেয়ার প্রক্রিয়া৷

মনোনয়ন জমা দিতে শুরুতেই যেতে হবে https://thebobs.com/bengali/ ঠিকানায়৷ এরপর সাইটটির উপরের অংশে মূল ছবির নীচে ডানদিকে পাবেন ‘লগ ইন' করার কয়েকটি অপশন৷ এক্ষেত্রে সবচেয়ে সহজ হচ্ছে ফেসবুক ব্যবহার করে লগ ইন৷ কেননা বাংলাদেশে এবং ভারতের অধিকাংশ ইন্টারনেট ব্যবহারকারীরই ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে৷ তাই ফেসবুক বাটনটিতে ক্লিক করে লগ ইন করতে পারেন দ্য বব্স ওয়েবসাইটে৷ এছাড়া টুইটার, ওপেনআইডি, ভিকন্ট্যাক্ট এবং ডয়চে ভেলের নিজস্ব ব্যবস্থায় ‘লগ ইন' করে মনোনয়ন জমা দেয়া যাবে৷

দ্য বব্স সাইটে ‘লগ ইন' করার পর মনোনয়ন জমা দিতে প্রথমে বাছাই করতে হবে বিভাগ৷ এ জন্য ‘বিভাগ বাছাই করুন' ঘরটির উপরে ক্লিক করুন৷ এখানে ড্রপ আউটে পাবেন সামাজিক পরিবর্তন, গোপনীয়তা ও তথ্য সুরক্ষা, শিল্প ও সংবাদমাধ্যমসহ ভাষাভিত্তিক বিভিন্ন বিভাগ৷ আপনি যে সাইটটি মনোনয়ন দিতে চাচ্ছেন সেটি যে বিভাগের সঙ্গে সম্পর্কিত সেই বিভাগ বাছাই করুন এই তালিকা থেকে৷ এরপর পাশের ঘরটিতে সাইটের লিংকটি জমা দিন৷ সবশেষে বাছাই করতে হবে ভাষা৷ বাংলা ভাষা ছাড়াও তেরটি ভাষায় দ্য বব্স-এর মনোনয়ন জমা নেয়া হয়৷ তাই যে ভাষার ওয়েবসাইট আপনি মনোনয়ন দিতে চাচ্ছেন, সেই ভাষা এখানে নির্বাচন করুন৷ সবশেষে ক্লিক করুন ‘জমা দিন' বাটনটি৷

মনোনয়ন জমা দেয়ার পর সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন৷ এ সংক্রান্ত একটি বার্তা স্বয়ংক্রিভাবে দ্য বব্স ওয়েবসাইটে প্রদর্শন করবে৷ খেয়াল রাখবেন, আপনি চাইলে একাধিক মনোনয়ন জমা দিতে পারেন৷ তবে একই ওয়েবসাইট বারবার মনোনয়ন দেয়া হলে তাতে চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তির সম্ভাবনা বাড়েনা৷

উল্লেখ্য, ২০০৯ সালে দ্য বব্স প্রতিযোগিতায় যুক্ত হয় বাংলা ভাষা৷ এরপর এখন অবধি চারটি বাংলা ব্লগ এবং অনলাইন প্রকল্প প্রতিযোগিতার ‘জুরি অ্যাওয়ার্ড' জয় করেছেন৷ এছাড়া অনলাইন ব্যবহারকারীদের ভোটে ‘ইউজার প্রাইজ' জয় করেছে বেশ কয়েকটি অনলাইন উদ্যোগ৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য