বব্স অ্যাওয়ার্ড পেল বাংলাব্রেইল
৮ মে ২০১৪এই অনলাইন প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের কয়েক হাজার অন্ধ শিক্ষার্থীর জন্য ব্রেইল এবং অডিও বুক তৈরি করছেন একদল স্বেচ্ছাসেবী৷ বাংলাব্রেইল প্রকল্পের জয় প্রসঙ্গে দ্য বব্স-এর বাংলা ভাষার জুরি শহিদুল আলম বলেন, ‘‘বাংলাদেশের অনেক শিশুর জন্য যেখানে শিক্ষা একটা বিলাসিতা, দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষা গ্রহণ সেখানে আরো অনেক দুরূহ৷ বাংলাব্রেইল শুধু দৃষ্টিহীনদের অধিকারের বিষয়ই তুলে ধরে না, ব্লগ এর অন্যান্য কর্মকাণ্ডের মাধ্যমে বাস্তবভিত্তিক সমাধানেরও চেষ্টা করে৷''
‘প্রচণ্ড খুশি' রাগিব হাসান
দ্যবব্স জুরি অ্যাওয়ার্ড জয়ের খবরে ‘প্রচণ্ড খুশি’ বাংলাব্রেইল প্রকল্পের সমন্বয়ক রাগিব হাসান৷ তিনি বলেন, ‘‘ডয়চে ভেলের এই পুরস্কার জয় করার পরে বাংলাব্রেইলের কথা আরো অনেকে জানবে, আমরা আরো কর্মী পাবো, এটাই আমাদের আশা সর্বোপরি এই গুরুত্বপূর্ণ সমস্যাটির প্রতি জনসচেতনতা সৃষ্টিতে এই পুরস্কারটি বিশাল ভূমিকা রাখবে৷’’ বর্তমানে ছুটিতে বাংলাদেশে অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ আলাবামা অ্যাট বার্মিংহাম-এর সহকারী অধ্যাপক রাগিব বলেন, ‘‘বাংলাদেশে দৃষ্টিহীন স্কুল শিক্ষার্থীদের সংখ্যা ৫০ হাজারের বেশি, এর বাইরেও অনেক দৃষ্টিহীন শিশু স্কুলে যাবার সুযোগ পায় না৷ তাদের কাছে অডিও ও ব্রেইল বই পৌছে দিতে আমরা আস্তে আস্তে নানা পদক্ষেপ নিচ্ছি৷''
ভবিষ্যত ভাবনা
বাংলাব্রেইল প্রকল্পের ভবিষ্যৎ সম্পর্কে এই কম্পিউটার বিশেষজ্ঞ বলেন, ‘‘ভবিষ্যতে আমাদের পরিকল্পনা হলো অডিও বইগুলোকে কম দামের অডিও প্লেয়ারে ভরে অথবা মুঠোফোন সেবাদাতাদের মাধ্যমে দেশের সর্বত্র পৌঁছে দেয়ার ব্যবস্থা করা৷''
ডয়চে ভেলেকে ই-মেলে দেয়া সাক্ষাৎকারে রাগিব হাসান বলেন, ‘‘মানুষ মানুষের জন্য – এটা আমার দৃঢ় বিশ্বাস, আর বাংলাব্রেইল প্রজেক্টের হাজারো মানুষের ভালোবাসাময় কাজের মধ্য দিয়ে দেশের সব দৃষ্টিহীন মানুষের কাছে পৌঁছে যাবে জ্ঞানের আলো, এটাই আমাদের দীর্ঘমেয়াদী স্বপ্ন৷''
অন্যান্য বিজয়ীরা
ডয়চে ভেলের সেরা অনলাইন অ্যাক্টিভিজম অ্যাওয়ার্ড দ্য বব্স-এর সেরা ব্লগ বিভাগে মিশরের আলোকচিত্রী মুসা'আব এলসামি-র ব্লগ, সেরা সোশ্যাল অ্যাক্টিভিজম বিভাগে ভিজ্যুয়েলাইজিং প্যালেস্টাইন, সেরা সৃজনশীল এবং মৌলিক বিভাগে চীনের উইকোম্বো, গ্লোবাল মিডিয়া ফোরাম বিভাগে ভারতের ‘খবর লহরিয়া' এবং রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বিভাগে ইউক্রেনের ‘ইয়ানুকভিচ লিকস' জুরি অ্যাওয়ার্ড জয় করেছে৷
প্রসঙ্গত, দ্য বব্স-এর ১৫ জন বিচারক বার্লিনে ৪ এবং ৫ মে বৈঠকের মাধ্যমে জুরি অ্যাওয়ার্ড বিজয়ীদের নির্বাচন করেছেন৷ মোট ছয়টি আন্তর্জাতিক ক্যাটেগরিতে দ্য বব্স-এর জুরি অ্যাওয়ার্ড প্রদান করা হয়৷ জুরি অ্যাওয়ার্ড বিজয়ীরা আগামী ৩০শে জুন থেকে ২রা জুলাই অবধি জার্মানির বন শহরে অনুষ্ঠিতব্য গ্লোবাল মিডিয়া ফোরামে অংশ নিয়ে পুরস্কার গ্রহণের সুযোগ পাবেন৷
পাশাপাশি অনলাইন ভোটের মাধ্যমে ছয়টি আন্তর্জাতিক ক্যাটেগরিতে এবং ১৪টি ভাষাভিত্তিক ক্যাটেগরিতে পিপলস চয়েস অ্যাওয়ার্ড বিজয়ী নির্বাচন করা হয়৷ গ্লোবাল মিডিয়া ফোরাম বিভাগে এই অ্যাওয়ার্ড জয় করেছে নারী বিষয়ক বাংলা ওয়েবসাইট ‘উইম্যান চ্যাপ্টার' এবং বাংলা ভাষা বিভাগে বিজ্ঞান বিষয়কব্লগ ‘জিরো টু ইনফিনিটি'৷ দ্য বব্স ২০১৪ বিজয়ীদের সম্পর্কে বিস্তারিতজানতে ভিজিট করুন: www.thebobs.com/bengali