1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দ্বিতীয় সন্তানের প্রতীক্ষায় হ্যারি-মেঘান

১৫ ফেব্রুয়ারি ২০২১

তাঁদের দ্বিতীয় সন্তান আসার খবরে উচ্ছ্বসিত যুক্তরাজ্যের প্রিন্স হ্যারি ও ডাচেস মেঘান। ব্রিটিশ রাজ-সিংহাসনের লাইনে তিনি অষ্টম স্থানে থাকবেন।

https://p.dw.com/p/3pMFD
তাঁদের দ্বিতীয় সন্তানের প্রতীক্ষায় প্রিন্স হ্যারি ও ডাচেস মেঘান। ছবি: Chris Jackson/Getty Images

আবার সন্তানসম্ভবা ডাচেস অফ সাসেক্স মেঘান। তিনি ও প্রিন্স হ্যারি রোববার জানিয়েছেন, তাঁরা সন্তানের প্রতীক্ষায় আছেন। তাঁদের মুখপাত্র বলেছেন, ''আমি এটা জানাতে পারি যে, হ্যারি-মেঘানের ছেলে আর্চি এবার ভাই বা বোন পেতে চলেছে।'' আগামী মে মাসে আর্চির দুই বছর হবে। ২০২০-তে মেঘান জানিয়েছিলেন, তাঁর মিসক্যারেজ হয়েছে। হ্যারির ঠাকুমা রানি দ্বিতীয় এলিজাবেথ তাঁর পঞ্চম পুতি পেতে চলেছেন।

বাকিংহাম প্যালেসের মুখপাত্র জানিয়েছেন, রানি, তাঁর স্বামী প্রিন্স ফিলিপ, হ্যারির বাবা প্রিন্স চার্লস সহ পরিবারের সকলেই এই খবরে  উল্লসিত এবং তাঁরা হ্যারি ও মেঘানকে অভিনন্দন জানিয়েছেন।

হ্যারির বয়স এখন ৩৬ ও মেগানের ৩৯। তাঁরা এখন যুক্তরাজ্যের রাজপরিবারের বাইরে এসে অ্যামেরিকায় থাকেন। তাঁরা ব্রিটিশ মিডিয়াকে নিয়েও তিতিবিরক্ত ছিলেন। তাদের নজরের বাইরে ক্যালিফোর্নিয়ায় তাঁরা থাকছেন। তারপরেও বেশ কয়েকটি মিডিয়া হাউসের বিরুদ্ধে তাঁরা মামলা করেছেন। মেল অন সানডে পত্রিকা বাবাকে লেখা মেঘানের একটি চিঠি ছাপিয়েছিল। মেঘান তা নিয়েও মামলা করেছেন।

করোনার কারণে তাঁরা এখন যুক্তরাজ্যে যেতে পারছেন না।

জিএইচ/এসজি(এএফপি, ডিপিএ, রয়টার্স)