ইউক্রেন সংকট
২৮ মে ২০১৪
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন আভাকভ দোনেৎস্ক বিমানবন্দরের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার দাবি করে বলেন, ‘‘শত্রুদের বিপুল ক্ষতি হয়েছে৷ আমাদের তেমন কোনো ক্ষতি হয়নি৷’’ তবে দোনেৎস্কে ইউক্রেনের সেনা অভিযান সফল হলেও আশপাশের বেশ কিছু শহর এখনো রুশপন্থিদের নিয়ন্ত্রণে৷
ইউক্রেনের নব নির্বাচিত প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো বলেছেন, দেশের পূর্বাঞ্চলীয় শহরগুলোতে সেনা অভিযান চলবে৷ এ সময় তিনি আরো জানান, ইউক্রেন সংকট নিরসনের জন্য তাঁর সরকার রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত৷ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে আলোচনায় বসার ব্যাপারে আশাবাদী বলেও জানিয়েছেন তিনি৷ব্রাসেলসের সম্মেলনে ইইউ’ও ইউক্রেন পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে৷
এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ইউক্রেনে শান্তি ফেরানোর জন্য ইউক্রেন সরকারের প্রতি সেনা অভিযান বন্ধ করে রুশপন্থিদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান৷ এ মুহূর্তে ইউক্রেনের সঙ্গে আলোচনায় আগ্রহী নয় রাশিয়া৷ পেট্রো পোরোশেঙ্কো ভ্লাদিমির পুটিনের সঙ্গে আলোচনায় আগ্রহ দেখালেও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ‘‘বিষয়টি আমাদের বিবেচনায় নেই৷’’
এসিবি/জেডএইচ (এএফপি)