'সাহায্যের হাত বাড়াবো না'
২৭ আগস্ট ২০১৫ব্রিটেন নিজেকে গুটিয়ে নিচ্ছে
ইংলিশ চ্যানেল মাত্র ৩৪ কিলোমিটার প্রশস্ত৷ কিন্তু এই দ্বীপরাষ্ট্রের মানুষের বর্তমান মনোভাব দেখলে মনে হবে, দেশটি যেন ইউরোপীয় ভূখণ্ড থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে অ্যাটলান্টিক মহাসাগরের গভীরে অবস্থিত৷ ব্রিটেনের অনেক মানুষের মনে তথাকথিত ‘কন্টিনেন্ট'-এর সঙ্গে বিশাল দূরত্ব দূর করা কার্যত অসম্ভব৷ তারা তাদের নিজেদের বিশেষত্ব জাহির করতে ফরাসি, জার্মান বা অন্যান্য প্রতিবেশীদের সঙ্গে দূরত্বের কথা বার বার জোর দিয়ে বলে চলেছে৷ ঊনবিংশ শতাব্দীতে এক নেতার ক্ষেত্রে ‘গৌরবান্বিত বিচ্ছিন্নতা' বিশেষণটি সৃষ্টি হয়েছিল৷ সে সময়েও ইউরোপীয় রাজনীতির ক্ষেত্রে ব্রিটেনের আন্তরিকতার অভাবের অভিযোগ উঠেছিল৷ তারপর গ্রেট ব্রিটেন তার উপনিবেশ হারিয়েছে৷ এছাড়া ডেভিড ক্যামেরন-এর নীতির ক্ষেত্রে অন্য কোনো পার্থক্য চোখে পড়ে না৷
শরণার্থীরা অনাকাঙ্ক্ষিত
বর্তমান শরণার্থী সংকটের ক্ষেত্রে এই মনোভাব আরও স্পষ্ট হয়ে পড়ছে৷ লন্ডন থেকে কোনো গঠনমূলক অবদান আসছে না৷ ব্রিটিশরা এমন ভাব দেখাচ্ছে, যেন এটা তাদের মাথাব্যথা নয়৷ গত বছরে তারা জার্মানির তুলনায় মাত্র এক সপ্তমাংশ শরণার্থী গ্রহণ করেছে৷ ক্যামেরন-এর ঘোষিত নীতি অনুযায়ী এই সংখ্যা আরও কমাতে হবে৷ সংহতির ভিত্তিতে ইউরোপের দেশগুলি শরণার্থীদের ভাগ করে নেবে – এমন প্রস্তাবে কান পাততেই রাজি নন তিনি৷ ইটালি ও গ্রিস সাহায্যের আবেদন করলেও কোনো সাড়া নেই৷ ইইউ কমিশন সাধারণ পদক্ষেপের প্রস্তাব দিলেও ব্রিটেন সাড়া দিচ্ছে না৷ গোটা মধ্যপ্রাচ্য ধ্বংসস্তুপে পরিণত হলে এবং তার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় ‘মাস মাইগ্রেশন' বা বিশাল আকারে মানুষের স্থানান্তর ঘটলেও ব্রিটিশরা তাদের দুর্গের সেতু গুটিয়ে নিচ্ছে৷ এই সব গণ্ডগোল নিয়ে তারা মাথা ঘামাতে চায় না৷
ইউরোপীয় ও পররাষ্ট্র নীতি থেকে বিদায়
গ্রিক সংকটের সময় লন্ডন থেকে অনেক বুলি শোনা যাচ্ছিল৷ তাদের বক্তব্য ছিল, সংকট কাটাতে জার্মানির টাকা দেওয়া উচিত৷ এছাড়া গত কয়েক বছরে গ্রিস, ইউরোপ বা অন্য কোনো আন্তর্জাতিক নীতির ক্ষেত্রে ব্রিটেনের অবদান কার্যত শূন্য থেকেছে৷ ইউক্রেন সংকট এবং পুটিন-এর ক্ষমতার লিপ্সা, বলকান অঞ্চলের পুনর্গঠনের প্রশ্ন, লিবিয়ার মুক্তি, ইরাকের টিকে থাকার প্রশ্ন, সিরিয়ায় গৃহযুদ্ধ অথবা ইরানের সঙ্গে নতুন করে সম্পর্ক – ডেভিড ক্যামেরন কোনো ক্ষেত্রেই কোনো নিশ্চয়তা দিতে নারাজ৷ যেখানে তিনি জাতীয় স্বার্থের প্রশ্ন দেখেন না, সেই বিষয় নিয়ে মাথা ঘামাতেও প্রস্তুত নন তিনি৷ তাঁর সরকার সবকিছু সংকীর্ণ স্বার্থের গণ্ডির মধ্যে দেখে৷ ব্রিটিশ অর্থনীতির লাভ না হলে কোনো বিষয় নিয়েই মাথা ঘামানোর প্রয়োজন নেই৷ মানবাধিকার, সহানুভূতি, দায়িত্ববোধ – এই সব শব্দগুলি বোধহয় ব্রিটিশ নীতি থেকে ঝেড়ে ফেলা হয়েছে৷
সংস্কার যখন গুটিয়ে ফেলার নামান্তর
প্রধানমন্ত্রী ক্যামেরন এবার ইউরোপের জন্য তাঁর প্রস্তাবিত সংস্কার সম্পর্কে প্রচার অভিযানে বেরিয়ে পড়েছেন৷ ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনের থাকা বা না থাকা সংক্রান্ত গণভোটই তাঁর অ্যাজেন্ডার একমাত্র লক্ষ্য বলে মনে হচ্ছে৷ এই লক্ষ্যে তিনি ইইউ-কে পারলে আবার শুধু এক শুল্কহীন রাষ্ট্রজোট হিসেবে সঙ্কুচিত করতে চান – বাকি সব প্রশ্নে যে কোনো দেশ যা খুশি করতে পারে৷ ইউরোপেও এমন জাতীয়তাবাদী শক্তির অভাব নেই, যারা এমন প্রস্তাব শুনলে করতালি দেবে৷ তবে এ ক্ষেত্রেও আমরা ব্রিটেনের দৃষ্টান্ত থেকে শিক্ষা নিতে পারি৷ লন্ডন থেকে এমন সব দাবির উত্তর স্পষ্ট ‘না' হওয়া উচিত৷ ইউরোপীয় ইউনিয়নকে পিছু হটানোর এই পরিকল্পনার ক্ষেত্রে আমাদের কোনো সম্মতি নেই৷