1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
দুর্নীতিভারত

দুর্নীতির জাদুতেই প্রাথমিক শিক্ষক কি ধনী প্রযোজক?

২২ ফেব্রুয়ারি ২০২৩

প্রাথমিক শিক্ষক শাহিদ ইমাম এখন জেলে। শিক্ষকতা করে তিনি তিনটি ছবির প্রযোজনা করেছেন। কী ভাবে?

https://p.dw.com/p/4NosR
ছবি: Subrata Goswami/DW

শাহিদের বাড়ি হাওড়ার উদয়নারায়ণপুরে। তৃণমূল ক্ষমতায় আসার পর তার রকেটের গতিতে উত্থান। প্রাথমিক শিক্ষক হওয়া সত্ত্বেও তিনি টলিউডে তিনটি বাংলা সিনেমায় অভিনয় করেছেন। প্রয়োজনা করেছেন কিছু সিনেমা। মিউজিক ভিডিওতে মুখ দেখিয়েছেন। রাখি সাওয়ন্তের সঙ্গেও পর্যন্ত কাজ করেছেন।

এখন অবশ্য তিনি জেলে। সিবিআই নিয়োগ দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করেছে। দেখা হচ্ছে, নিয়োগ দুর্নীতির টাকাতেই কি তিনি বিলাসবহুল বাড়ি থেকে সিনেমা প্রযোজনা করেছেন কি না।

শাহিদের কাহিনি

হিন্দুস্তান টইমস জানাচ্ছে, শাহিদ টলিউড ও বলিউডে টাকা ঢেলেছে বলে অভিয়োগ।  তার প্রচুর মিউজিক ভিডিও সামাজিক মাধ্যমে এখন চলছে। টলিউডে অন্তত তিনটি সিনেমার প্রযোজনা করেছেন। অভিনেত্রী দর্শনা বনিকের সঙ্গে অভিনয় করেছেন।

মিউজিক ভিডিয়োতে শাহিদ ইমাম।
মিউজিক ভিডিয়োতে শাহিদ ইমাম। ছবি: Subrata Goswami/DW

সিনেমায় অবশ্য তার নাম ছিল শুভম। আরামবাগে নির্মীয়মান বিলাসবহুল বাড়ি এখন আলোচনার কেন্দ্রে। অভিয়োগ, তার বর্ধমানে পানশালা আছে। কলকাতা, মুম্বই, বেঙ্গালুরুতে ফ্ল্যাট ছাড়াও আছে একাধিক বিলাসবহুল গাড়ি। তার নিজের প্রোডাকশন হাউসও আছে।

শাহিদ যে স্কুলের শিক্ষক, সেখানে পরিচালন কমিটির সদস্য জামাল মণ্ডল হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, তিনি শাহিদকে বিএমডাব্লিউ গাড়ি চড়তে দেখেছেন।

২০২২ সালে 'বিষাক্ত মানুষ' নামে একটি সিনেমা করেছেন শাহিদ। তার আগে 'আমার চ্য়ালেঞ্জ' নামে একটি সিনেমা প্রযোজনা করেন। 'সুইটি সুইটি' নামে একটা মিউজিক ভিডিও করেছেন। বলিউডে বাবা যাদব তার মিউজিক ভিডিওর কোরিওগ্রাফি করেছেন।

শাহিদের নির্মীয়মান বাড়ি।
শাহিদের নির্মীয়মান বাড়ি। ছবি: Subrata Goswami/DW

শাহদকে সিবিআই জেরার জন্য ডেকে পাঠায়। জেরার শেষে তাকে গ্রেপ্তার করা হয়। সিবিআইয়ের মতে, চন্দন মণ্ডলের সঙ্গে হাত মিলিয়ে সে চাকরিপ্রার্থীদের কাছ থেকে কোটিকোটি টাকা তুলেছে। কয়েকজনকে চাকরি দেয়া হয়েছে। বাকিদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

কী বলছেন অন্যরা

অভিনেতা সৌরভ দাস এবিপি আনন্দকে বলেছেন, তিনি শুভমকে তিনি চেনেন না। একদিন একসঙ্গে অভিনয় করেছেন। সেদিন অভিনয়ের বেশ কিছু টিপস নিয়েছিলেন শুভম। অভিনেত্রী ঋতিকা সেন বলেছেন, ফ্লোরে তার সঙ্গে বেশি কথা হয়নি শুভমের। ডায়লগের বাইরে কখনো কোনোরকম কথা বলেননি তারা।

অভিনেতা সোহম চক্রবর্তী জানিয়েছেন, তার ছবি প্রোযোজনা করতে চেয়েছিলেন শুভম। কিন্তু টাকা দেয়ার সময় আর দিতে পারেনি। তখন সোহম আর শুভমের সঙ্গে সম্পর্ক রাখেননি।

শাহিদকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ।
শাহিদকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: Subrata Goswami/DW

আরামবাগের সুধানীল সিনেমা হলে শুভমের একটি সিনেমা দেখানো হয়। এলাকার মানুষদের জন্য একদিন বিনা পয়সায় সিনেমা দেখানোর ব্যবস্থাও করা হয়। হলের এক কর্মী জানিয়েছেন, বিনা পয়সাতেও সেই সিনেমা দেখতে বিশেষ কেউ হলে আসেননি।

কীভাবে সম্ভব?

প্রবীণ সাংবাদিক শরদ গুপ্তা প্রশ্ন করেছেন, ''কীভাবে এটা সম্ভব হতে পারে? একজন প্রাথমিক শিক্ষক কত টাকা বেতন পান? তারপর কী করে তিনি সিনেমার প্রযোজনা করতে পারেন? এত সম্পত্তি কিনতে পারেন, মিউজিক ভিডিও করতে পারেন?'' ডয়চে ভেলেকে  শরদের বলেছেন, ''সম্প্রতি চাকরি দেয়ার নাম করে পশ্চিমবঙ্গে যে ধরনের বেনিয়ম ও দুর্নীতি দেখা যাচ্ছে তা দেখে  অবাক হতে হচ্ছে?''

সাংবাদিক আশিস গুপ্ত ডয়চে ভেলেকে বলেছেন, এই সব ঘটনা থেকে  দুর্নীতি কতটা ব্য়াপক তা বোঝা যাচ্ছে। এটাও মনে হচ্ছে, এসএসসি-তে পয়সা ছাড়া সম্ভবত কোনো নিয়োগই হয়নি।

জিএইচ/এসজি(পিটিআই, এবিপি আনন্দ)