1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্ঘটনায় লিন্ডসে

১০ জুন ২০১২

দুর্ঘটনা বাধিয়ে আবারও খবর হলেন হলিউডের লিন্ডসে লোহান৷ অন্যদিকে ডার্টি পিকচার এনে দিলো বিদ্যা বালানকে বলিউড সেরা অভিনেত্রীর পুরস্কার৷

https://p.dw.com/p/15BbC
U.S. actress Lindsay Lohan arrives on the red carpet at the Atlantis hotel grand opening on Jumeirah Palm Island in Dubai, United Arab Emirates, Thursday, Nov. 20, 2008. (AP Photo/Kamran Jebreili)
ছবি: AP

লিন্ডসের গাড়ি দুর্ঘটনা

আবারও খবরের শিরোনাম হলেন হলিউড তারকা লিন্ডসে লোহান৷ তবে এবার গাজা খেয়ে কিংবা মাতাল হয়ে নয়, দুর্ঘটনা বাধিয়ে৷ তবে সুস্থ আছেন তিনি, এতটুকু আগেই বলে নিই৷ এবার দুর্ঘটনার খবর বলি৷ শুক্রবার দুপুরের দিকে যাচ্ছিলেন শুটিং এর উদ্দেশ্যে৷ লস এঞ্জেলেসের কোস্টাল হাইওয়েতে একটি ট্রাকের সঙ্গে তাঁর গাড়িটির সংঘর্ষ হয়৷ লোহানের দামি স্পোর্টস কারটি তো গেছেই, ট্রাকটিরও নাকি বেহাল দশা৷ তবে কোন ধরণের আঘাত পান নি তিনি৷ পুলিশ জানিয়েছে, ট্রাকের ড্রাইভারও ঠিক আছেন৷ তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটলো সেটি নিয়ে এখন তদন্ত চলছে৷ পুলিশ জানিয়েছে, ট্রাকের ড্রাইভারকে দেখে মনে হয়নি তিনি মাতাল ছিলেন৷ অন্যদিকে লোহানের সঙ্গে একজন পুরুষ সহকারী ছিলো ঘটনার সময়৷ মুখপাত্র স্টিভ হোনিগ জানিয়েছেন, লোহানকেও দুই ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়৷ এবং এরপর তিনি ঠিকঠাকভাবেই শুটিং স্পটে চলে যান৷ সেখানে তিনি চমৎকারভাবে কাজ শেষ করেন৷ দুর্ঘটনার কোন আভাস তাঁর কাজে কর্মে পাওয়া যায় নি বলে জানান লোহানের মুখপাত্র৷

Bollywood actor Vidya Balan launching an audio story book for children 'Will You Read With Me' by Karadi Tales at Crossword, in Mumbai *** Die indische Filmschauspielerin Vidya Balan bei der Veröffentlichung eines Audiobuches für Kinder in Mumbai *** Eingestellt im Mai 2009
বিদ্যা বালানছবি: UNI

বলিউড অস্কার

বলিউডের অস্কার বলে খ্যাত ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে এবার জয়া আখতারের জয়জয়কার৷ তাঁর পরিচালিত ছবি ‘জিন্দেগি না মিলেগি দোবারা' মোট নয়টি সেরা পুরস্কার জিতেছে এবার৷ সেরা পরিচালক ও সেরা ছবির পুরস্কার রয়েছে তার মধ্যে৷

সিঙ্গাপুরে ১০ হাজার ভক্তদের সামনে এবার অনুষ্ঠিত হয় বলিউড অস্কার৷ কাপুর পরিবারের রনবীর কাপুর তাঁর ‘রকস্টার' ছবিতে দুর্দান্ত অভিনয় করে বছরের সেরা অভিনেতার পুরস্কারটি বাগিয়ে নিয়েছেন৷ অন্যদিকে ‘দ্য ডার্টি পিকচার' এর আলোচিত অভিনেত্রী বিদ্যা বালান পেলেন সেরা অভিনেত্রীর পুরস্কার৷ গোটা বছর জুড়েই ‘দ্য ডার্টি পিকচার' এর কারণে ভীষণ আলোচিত ছিলেন বিদ্যা বালান৷ এদিকে অস্কার বিজয়ী এ আর রহমান এবারও পেয়েছেন বলিউডের সেরা সংগীত পরিচালকের পুরস্কার৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম (এপি, এএফপি)

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য